বান্দরবান বিশ্ববিদ্যালয়
বান্দরবান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বান্দরবান জেলার এবং দেশের প্রথম আধা-সরকারি বিশ্ববিদ্যালয়[1]। এটি বান্দরবান জেলার প্রথম বিশ্ববিদ্যালয়। জেলা সদরের প্রবেশমুখে সুয়ালকে ১০০ একর জমির উপর স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িকভাবে বান্দরবান পৌর শহরের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্পাস। [2]
ধরন | আধা-সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | এ. এফ. ইমাম আলি |
শিক্ষার্থী | ৬০ |
স্নাতক | সিএসই, বিবিএ, ইংরেজি, সামাজিক বিজ্ঞান |
স্নাতকোত্তর | এমবিএ |
অবস্থান | , বাংলাদেশ ২২.১৯২৬২৪২° উত্তর ৯২.২১৫২০৪৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | সুয়ালক, বান্দরবান |
ভাষা | বাংলা, ইংরেজি |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | bubban |
ইতিহাস
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বেশ কয়েকজন সমাজসেবক বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই উদ্যোগকে এগিয়ে নেন। বান্দরবান শিক্ষা ও উন্নয়ন ফাউন্ডেশন ৭৫ শতাংশ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২৫ শতাংশ বিনিয়োগ করে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।[3] ২০১৯ সালের ১৯ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।[4] ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সুয়ালক ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভূমির উপর ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।[5]
উপাচার্য
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
- এ. এফ. ইমাম আলি (২০১৯ - ২০২২)[6]
অনুষদ ও বিভাগসমূহ
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
ব্যবসায় প্রশাসন অনুষদ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ
- ইংরেজি বিভাগ
- শাসন ও উন্নয়ন শিক্ষা বিভাগ
আরও দেখুন
তথ্যসূত্র
- "বদলে যাবে পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার চিত্র | Bandarban University | Education News | Somoy TV"।
- "বান্দরবান বিশ্ববিদ্যালয়"। ugc.gov.bd (ইংরেজি ভাষায়)। ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৯।
- "বান্দরবান বিশ্ববিদ্যালয় স্বপ্নের হাতছানি"। kalerkantho.com। kalerkantho.com। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৯।
- "বান্দরবান বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু"। banglanews24.com। banglanews24.com। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২, ২০১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০।
- "বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ইমাম আলী"। দৈনিক শিক্ষা। ২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২।