বানিয়াজান ইউনিয়ন, আটপাড়া
বানিয়াজান ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি।[1][2]
বানিয়াজান | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() বানিয়াজান ![]() ![]() বানিয়াজান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | আটপাড়া উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৬৯ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা:
উত্তরে শুনই ইউনিয়ন ও দক্ষিণে তেলিগাতী ইউনিয়ন অবস্থিত। পূর্বে অবস্থিত লুনেশ্বর ইউনিয়ন,পশ্চিমে স্বরমুশিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
গ্রামের সংখ্যা– ২৪টি।
আয়তন ও জনসংখ্যা
আয়তন– ৬০৫০ একর।লোকসংখ্যা– ২১৪৪৪ জন। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
শিক্ষা
শিক্ষার হার: ৪২.১%।
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি
- বেসরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৬টি
- উচ্চ বিদ্যালয় ৩টি
- মাদ্রাসা ২টি
দর্শনীয় স্থান
- কংস নদী ও মগড়া নদীর মিলন স্তল
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ ফেরদৌস রানা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | আলহাজ্ব জনাব মাছুম চৌধুরী | |
০৭ | মোঃ ফেরদৌস রানা আনঞ্জু | ২০১১-চলমান |
আরও দেখুন
তথ্যসূত্র
- "বানিয়াজান ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- "আটপাড়া উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.