বানভোর বিভাগ

বানভোর বিভাগ (সিন্ধি: ڀنڀور ڊويزن), এছাড়াও পরিচিত "থাট্টা বিভাগ" নামে অথবা "ভাম্বার বিভাগ", পিপলস পার্টির সিন্ধু সরকারের ঘোষিত সিন্ধের ৬ষ্ঠ প্রশাসনিক বিভাগ।[1][2] বিভাগটির নামকরণ করা হয়েছে প্রাচীন শহর বানভোর থেকে। এই বিভাগটির পরিকল্পিত রাজধানী হচ্ছে থাট্টা নামক শহর। থাট্টা জেলা ছাড়াও সুজাওয়াল ও বাদিন জেলার বানভোর বিভাগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে; এই পরিবর্তনের পূর্বে, এই ৩টি জেলায় হায়দ্রাবাদ বিভাগে অন্তর্ভুক্ত ছিল।[3] ইন্দি জাতীয়তাবাদীরা এই পরিবর্তনকে প্রশংসা করেছে কারণ তারা বিশ্বাস করে যে, এটি অঞ্চলের প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নকে যথাযথভাবে উন্নতির পথে ধাবিত করবে। এছাড়াও বানভোর বিভাগের উন্নয়নের জন্য সিন্ধু সরকার প্রায় ১১ বিলিয়ন রুপি বরাদ্দ করেছে।[4]

বানভোর বিভাগের জেলা
জেলাএলাকা (কি:মি)জনসংখ্যা
১৯৯৮ সালের আদমশুমারি
জনসংখ্যা
২০১৭ সালের আদমশুমারি
রাজধানী
বাদিন৬,৭২৬১,১০৬,২৭২১,৮০৪,৫১৬বাদিন
সুজাওয়াল৭,৩৫৫৫১৩,৭০২৭৮১,৯৬৭সুজাওয়াল
থাট্টা১৭,৩৫৫৫৯৯,৪৯২৯৭৯,৮১৭থাট্টা
মোট৩১,৪৩৬২,২১৯,৪৬৬৩,৫৬৬,৩০০থাট্টা
Bhanbore Division
ڀنڀور ڊويزن
Division
বানভোর বিভাগ
থাটা বিভাগের রাজধানী শহরের দৃশ্যে
Bhanbore Division
পাকিস্তানে অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৪′৪৬.০২″ উত্তর ৬৭°৫৫′২৭.৬১″ পূর্ব
দেশপাকিস্তান
প্রদেশসিন্ধু
জেলাথাট্ট, বাদিন, সুজওয়াল

তথ্যসূত্র


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.