বাধাল ইউনিয়ন

বাধাল ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার কচুয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[1] এটি ৫২.১১ কিমি২ (২০.১২ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৭,৮৭৫ জন।[2]

বাধাল ইউনিয়ন
ইউনিয়ন
বাধাল ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাকচুয়া উপজেলা, বাগেরহাট 
প্রতিষ্ঠাকাল১৯৬০ ইং
আয়তন
  মোট৫২.১১ বর্গকিমি (২০.১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৭,৮৭৫
  জনঘনত্ব৩৪০/বর্গকিমি (৮৯০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbadhalup.bagerhat.gov.bd

গ্রামসমূহ

  1. বিলকুল-
  2. সাংদিয়া-
  3. আফরা-
  4. পানবাড়িয়া-
  5. আবাদ-
  6. আঠারোগাতী-
  7. কিচমত পিংগড়িয়া-
  8. যশোরদী-
  9. পিংগড়িয়া-
  10. কলমিবুনিয়া-
  11. শাখারীকাঠী-
  12. রঘূদত্তকাঠী-
  13. আলোকদিয়া-
  14. নজদিক পিংগড়িয়া-
  15. মসনী-
  16. বাধাল-

তথ্যসূত্র

  1. "বাধাল ইউনিয়ন"ফকিরহাট উপজেলার ইউনিয়ন। badhalup.bagerhat.gov.bd। ২০২০।
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.