বাদিয়াখালী ইউনিয়ন
বাদিয়াখালী ইউনিয়ন বাংলাদেশের গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বাদিয়াখালী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | গাইবান্ধা সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আয়তন
এই ইউনিয়নের আয়তন ৫৭৪৮ একর (৯ বর্গ কিলোমিটার) ।
অবস্থান
গাইবান্ধা জেলা শহর থেকে ১০ কিঃ মিঃ দক্ষিণে গাইবান্ধা বোনারপাড়া সাঘাটা ফুলছড়ি সড়কে ঘেষে বাদিয়াখালী স্টেশন রোডে নুরুলগঞ্জ হাটের পশ্চিম পার্শ্বে তালুক রিফাইতপুর মৌজায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের পূর্বে উদাখালী ইউ.পি, দক্ষিণে পদুম শহর ইউ.পি, পশ্চিমে মনোহরপুর ইউ.পি, এবং উত্তরে বোয়ালী ইউ.পি।
নামকরণ
কথিত আছে অনেক আগে বাদিয়ারা বসবাস ও ব্যবসা বাণিজ্য করত সে থেকেই এ এলাকার নাম করন হয় বাদিয়াখালী।
অর্থনীতি
এ ইউনিয়নের বেশির ভাগ লোক কৃষি কাজ করে।
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.