বাদামীর বর্ণচ্ছটা

বাদামী একটি যৌগিক রং যা লাল, হলুদকালো[1] অথবা কমলা ও কালো রঙের মিশ্রণে তৈরি হয়; ডানপাশের বক্সে সেটা দেখানো হয়েছে। রঙটির হিউ কোড 30 যার অর্থ এটি কমলা রঙের একটি শেড। কম্পিউটার ও টেলিভিশনের পর্দায় ব্যবহৃত আরজিবি রং মডেলে বাদামী তৈরি করা হয় বিভিন্ন তীব্রতার লাল ও সবুজ আলো মিশিয়ে। বাদামীর শেডগুলোর নাম প্রায়শই সংক্ষিপ্ত নয়, এবং কিছু শেড, যেমন 'বেইজ' অনেকগুলো রং নির্দেশ করে, লাল বা হলুদের কোনো কোনো শেড সহ। বাদামীকে সাধারণত গাঢ়, হালকা, লালচে, হলদে, ধূসরাভ এরকমভাবে বর্ণনা করা হয়। এসবের কোনো আদর্শ বা সর্বজনস্বীকৃত নাম নেই, ফলে একেক রঙতালিকায় একেক নাম পাওয়া যায়। আবার কখনো কখনো একই নাম (যেমনবা পুসলো মূলত লাল, হলুদ বা কমলা রঙের গাঢ় বা হালকা কোনো শেড। মুদ্রণকাজে সিএমওয়াইকে রং মডেল ব্যবহার করে এইবি রং মডেলে এসব তৈরি করা হয় দুটো পরিপূরক রঙ মিশিয়ে। তাত্ত্বিকভাবে সেক্ষেত্রে কালো রং হবার কথা; কিন্তু হয় বাদমী। কার ব রঙতালিকায় বলে "বাদামী"। তবে লেট (chocolate) রঙটি ডানে দেখানো হয়েছে।

চকোলেট সাধারণত তিনটি শেডের পাওয়া যায়; গাঢ় (নিচেরটা), দুধমিশ্রিত (মাঝেরটা), এবং সাদা (উপরেরটা); বাদামী রঙটা হয় কোকোয়ার কারণে।

কোকোয়া বাদামী

ডানপাশের রঙ

মরুবাল

খাকি

খাকি (Khaki) রঙটি ডানপাশে দেখানো হলো।

HTML/CS

ইংরেজিতে রঙনাম হিসেবে khaki প্রথম ব্যবহৃত হয় ১৮৪৮ সালে।[2]

কোবিচা (বাদামী-নাক)

কোবিচা (বাদামী-নাক) (kobicha]]; brown-nose) রঙটা ডানে দেখানো হয়েছে। এটি জাপানের ঐতিহ্যবাহী রঙগুলোর একটি এবং ৬৬০ খ্রিষ্টাব্দ থেকেই কিমানো রং করতে এটি বিভিন্ন রঞ্জকরূপে ব্যবহৃত হয়ে আসছে।[3][4]

kobicha নামটা এসেছে জাপানী ভাষায় শ্যাওলা চায়ের রং অর্থে, তবে এর আরেক অর্থ তোষামোদি।[3][4] যা কৌতুহলজনকভাবেই ইংরেজি brown nosing-এর

টেমপ্লেট:Color shades

তথ্যসূত্র

  1. "brown"অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (অনলাইন সংস্করণ)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। (Sসাবস্ক্রিপশন বা পার্টিশিপেটিং ইনস্টিটিউট মেম্বারশিপ প্রয়োজনীয়.)
  2. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 197; Color Sample of Khaki: Page 49 Plate 13 Color Sample J7
  3. Nagasaki, Seiki. Nihon no dentoshoku : sono shikimei to shikicho, Seigensha, 2001. আইএসবিএন ৪-৯১৬০৯৪-৫৩-০
  4. Nihon Shikisai Gakkai. Shinpen shikisai kagaku handobukku, Tokyo Daigaku Shuppankai, 1985. আইএসবিএন ৪-১৩-০৬১০০০-৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.