বাড়েরা নদী
বাড়েরা নদী বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর ও ত্রিশাল উপজেলার একটি নদী।[1][2] এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। ময়মনসিংহ শহরের সব নোংরা পানি এই নদীতে গিয়ে পড়ে। এই নদীতে জোয়ারভাটা খেলে না। নদীটিতে সাধারণত বন্যা হয় না।
বাড়েরা নদী | |
![]() বাড়েরা নদীর দূষিত চেহারা। বাড়েরা নদীর দূষিত চেহারা। | |
দেশ | বাংলাদেশ |
---|---|
অঞ্চল | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা, |
উৎস | সুতিয়া নদী |
মোহনা | পাগারিয়া-শিলা নদী |
প্রবাহ
বাড়েরা নদী ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে সুতিয়া নদী থেকে উৎপত্তি লাভ করেছে। নদীটি উৎসমুখ থেকে পূর্বদিকে প্রবাহিত হয়ে আকুয়া ইউনিয়নে প্রবেশ করেছে এবং আকুয়া-বাড়েরা-ঘাগরা অঞ্চলে এটি বাড়েরা নদী নামে পরিচিত। ভাবখালি ইউনিয়নে এটি পাগারিয়া নদী নাম ধারণ করেছে এবং সেই নামেই ত্রিশাল উপজেলায় প্রবাহিত হয়েছে।
গ্যালারি
- আকুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে বাড়েরা নদী
- ময়মনসিংহ সদরের বেলতলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর পাগারিয়া সেতু থেকে বাড়েরা নদী।
- বেলতলি টেকেরভিটা গ্রামে বাড়েরা নদীতে নির্মিত স্লুইস গেট।
- বাড়েরা নদীতে নির্মিত বেলতলী স্লুইস গেট।।
তথ্যসূত্র
- ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৯৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ৬০৬, ISBN 984-70120-0436-4.

উইকিমিডিয়া কমন্সে বাড়েরা নদী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.