বাটু গুহাসমূহ

বাটু গুহাসমূহ (ইংরেজি: Batu Caves, তামিল: பத்து மலை, চীনা: 黑風洞) মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ১৩ কিলোমিটার (৮ মাইল) উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড় যা গোম্বাক জেলার পুরাতন গুহা মন্দির যেখানে পর্যাক্রমকি গুহা রয়েছে। এই পার্বত্য থেকে প্রবাহিত সাংগাই বাটু নদী থেকে এর নাম নেয়া হয়েছে বলে ধারণা করা হয়, এছাড়াও বাটু গুহা কাছাকাছি গ্রামের নাম।

বাটু গুহাসমূহ
பத்து மலை
黑風洞
বাটু গুহার প্রবেশদ্বার, একটি হিন্দু মন্দির এবং মুরুগান মূর্তি সংলগ্ন কুয়ালালামপুর কাছাকাছি একটি পর্যটক আকর্ষণ।
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাগোম্বাক
অবস্থান
অবস্থান১৩ কিমি উত্তর কুয়ালালামপুরে
রাজ্যসেলেঙ্গরে
দেশমালয়েশিয়া
স্থাপত্য
ধরনদ্রাবিড় স্থাপত্য
সৃষ্টিকারীকে. থাম্বোসামি পিল্লাই

ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি যা শ্বর মুরুগানের প্রতি নিবেদিত। বাটু কেভসের বয়স আনুমানিক ৪০ কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে.থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বাটু কেভসের মূল আকরসন গুহা। ভূমি থেকে ১০০ মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত। তিনটি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে। সবচেয়ে বড়োটির নাম মন্দির গুহা। এর রয়েছে ১০০ মিটার উঁচু সিলিং। পূণ্যার্থীদের সে মন্দিরে পৌঁছাতে ২৭২টি সিড়ি বেয়ে উঠতে হয়। [1]

তথ্যসূত্র

  1. "বাটু কেভস"। ৮ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.