বাঘা উপজেলা
বাঘা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা।
বাঘা | |
---|---|
উপজেলা | |
![]() ![]() বাঘা ![]() ![]() বাঘা | |
স্থানাঙ্ক: ২৪°১১′৪৮″ উত্তর ৮৮°৪৯′৪৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | রাজশাহী জেলা |
সরকার | |
• চেয়ারম্যান | লায়েব উদ্দিন লাভলু (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১৮৫.১৬ বর্গকিমি (৭১.৪৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ১,৮৪,১৮৩ |
• জনঘনত্ব | ৯৯০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৮১ ১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
এই উপজেলার উত্তরে চারঘাট উপজেলা ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, পূর্বে নাটোর জেলার লালপুর উপজেলা ও বাগাতিপাড়া উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও পদ্মা নদী।

রাজশাহী জেলার বাঘা উপজেলার পার্শ্ববর্তী বহমান পদ্মা।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকা।
প্রশাসনিক এলাকা
পৌরসভা ০২টি, ইউনিয়ন ৭টি, মৌজা ৯৯ টি, গ্রামের সংখ্যা ১২৬ টি
এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে:
- বাজুবাঘা ইউনিয়ন
- গড়গড়ি ইউনিয়ন
- পাকুড়িয়া ইউনিয়ন
- মনিগ্রাম ইউনিয়ন
- বাউসা ইউনিয়ন
- আড়ানী ইউনিয়ন
- চকরাজাপুর ইউনিয়ন
এই উপজেলার পৌরসভাগুলো হচ্ছে:
শিক্ষা
এই উপজেলায় কলেজের সংখ্যা হলো ৯ টি। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা হলো ৪৯ টি। ভোকেশনালের সংখ্যা ৭ টি। মাদ্রাসার সংখ্যা ৯ টি। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৭৪ টি। এই উপজেলায় একটি সরকারি কলেজ ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
অর্থনীতি
এই উপজেলায় তেমন কোন অর্থনৈতিক স্থাপনা নেই। তবে এই এলাকার মানুষ অনেক পরিশ্রমী । এই উপজেলায় অসখ্যা বাজার এবং ২ টি গরুর হাট রয়েছে।
উল্লেখযোগ্য ব্যক্তি
- শাহরিয়ার আলম - রাজনীতিবিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
- আব্দুর রাজ্জাক- ব্রিগেডিয়ার জেনারেল,বাংলাদেশ সেনাবাহিনী।
- ডা.শরিফ আহম্মেদ(হিরা)- কর্নেল, বাংলাদেশ সেনাবাহিনী।
- পলান সরকার, সমাজসেবী, সাদা মনের মানুষ।
দর্শনীয় স্থান
- বাঘা শাহী মসজিদ
- বাঘা মাজার
- তেঁতুলিয়া বড় সাঁকো
- আড়ানী ক্ষ্যাপার আখড়া মন্দির
- দীঘা, স্বাধীন সাগর
- বাঘা জাদুঘর
- উৎসব পার্ক
চিত্রশালা
- বাঘা শাহী মসজিদ, রাজশাহী
- রাজশাহী জেলার বাঘা উপজেলার পার্শ্ববর্তী পদ্মা নদী।
- বাঘা উপজেলার পদ্মা নদীর মধ্যবর্তী বালুময় চরে শুষ্ক মৌসুমে এক পড়ন্ত বিকাল।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাঘা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.