বাঘাসুরা ইউনিয়ন
বাঘাসুরা ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
বাঘাসুরা | |
---|---|
ইউনিয়ন | |
![]() ![]() বাঘাসুরা ![]() ![]() বাঘাসুরা | |
স্থানাঙ্ক: ২৪°১৪′৩৫.০০২″ উত্তর ৯১°২১′৬.৯৯৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | মাধবপুর উপজেলা ![]() |
স্থাপিত | ১৯৯৯ |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মো: সাহাব উদ্দিন আহমেদ |
আয়তন | |
• মোট | ৫,৮২১ বর্গকিমি (২,২৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২৩,৬১৭ |
• জনঘনত্ব | ৪.১/বর্গকিমি (১১/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ৭১ ১৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
এই ইউনিয়নটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত; যা মাধবপুর উপেজলার শেষ অংশে পড়েছে। এটি মাধবপুর উপজেলা পরিষদ হতে ২২ কি:মি: দূরে এবং ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পার্শ্বে অবস্থিত। এর উত্তরে লাখাই ও হবিগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা, পূর্বে চুনারুঘাট উপজেলা এবং দক্ষিণে ছাতিয়াইন ও নোয়াপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ৫,৮২১ একর।[1]
ভৌগোলিক উপাত্ত
পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলে দুলিয়া খাল ও অদুনা খাল নামে দুটি পাহাড়ী ছড়া রয়েছে।
প্রশাসনিক উপাত্ত
১০ মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়টিতে গ্রামের সংখ্যা ৩১টি।
- গ্রাম - মানিকপুর, কালিকাপুর, রূপনগর, নোয়াগাঁও, হারুনপুর, রামচন্দ্রপুর, বরতল, বাখরনগর, সাতপারিয়া, উজলপুর, বাঘাসুরা, সুন্দরপুর, রতনপুর, পুরাইকলা, ধিতকুরা, সাহপুর, লহিপুর, গঙ্গানগর, কাউররা, দাশপাড়া, রাধাপুর, ফতেহ্পুর, তাজপুর, হরিতলা, জয়নগর, উজিরপুর, শিবপুর, কালীনগর, শিবজয়নগর এবং ভাটি শিবজয়নগর।
জনসংখ্যা উপাত্ত
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা ২৩,৬১৭ জন; যাদের মধ্যে পুরুষ ১১,৯০৪ জন এবং মহিলা ১১,৭৮৯ জন।[1] এখানে সর্বমোট ৪,৭৮৩টি পরিবারের বসবাস রয়েছে।
শিক্ষাব্যবস্থা
এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[1]
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১১টি,
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ২টি,
- উচ্চ বিদ্যালয় - ৩টি
১.ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ - মানিকপুর ২.কালিকাপুর উচ্চ বিদ্যালয় -কালিকাপুর ৩. শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- শাহজিবাজার
- মাদ্রাসা ২টি - ১.ছালেহাবাদ মাদ্রাসা - শাহপুর
২.বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার হাফেজিয়া মাদ্রাসা
স্বাস্থ্যসেবা
এই ইউনিয়নের ২৮.৫০% বসতি স্যানিটেশন সুবিধার আওতাভূক্ত।[1]
দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা
- হবিগঞ্জ গ্যাস ফিল্ড;
- ফ্রুটস ভ্যালি;
- শাহ্ সোলেয়মান ফতেহ গাজী বোগদাদীর মাজার - ফতেহপুর।
আরও দেখুন
তথ্যসূত্র
- "এক নজরে বাঘাসুরা ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
- বাঘাসুরা ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।