বাঘাসুরা ইউনিয়ন

বাঘাসুরা ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

বাঘাসুরা
ইউনিয়ন
বাঘাসুরা
বাঘাসুরা
বাংলাদেশে বাঘাসুরা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৪′৩৫.০০২″ উত্তর ৯১°২১′৬.৯৯৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলামাধবপুর উপজেলা 
স্থাপিত১৯৯৯
সরকার
  ইউপি চেয়ারম্যানমো: সাহাব উদ্দিন আহমেদ
আয়তন
  মোট৫,৮২১ বর্গকিমি (২,২৪৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট২৩,৬১৭
  জনঘনত্ব৪.১/বর্গকিমি (১১/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭১ ১৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

এই ইউনিয়নটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত; যা মাধবপুর উপেজলার শেষ অংশে পড়েছে। এটি মাধবপুর উপজেলা পরিষদ হতে ২২ কি:মি: দূরে এবং ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পার্শ্বে অবস্থিত। এর উত্তরে লাখাইহবিগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা, পূর্বে চুনারুঘাট উপজেলা এবং দক্ষিণে ছাতিয়াইননোয়াপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ৫,৮২১ একর।[1]

ভৌগোলিক উপাত্ত

পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলে দুলিয়া খাল ও অদুনা খাল নামে দুটি পাহাড়ী ছড়া রয়েছে।

প্রশাসনিক উপাত্ত

১০ মৌজা নিয়ে গঠিত এই ইউনিয়টিতে গ্রামের সংখ্যা ৩১টি।

  • গ্রাম - মানিকপুর, কালিকাপুর, রূপনগর, নোয়াগাঁও, হারুনপুর, রামচন্দ্রপুর, বরতল, বাখরনগর, সাতপারিয়া, উজলপুর, বাঘাসুরা, সুন্দরপুর, রতনপুর, পুরাইকলা, ধিতকুরা, সাহপুর, লহিপুর, গঙ্গানগর, কাউররা, দাশপাড়া, রাধাপুর, ফতেহ্‌পুর, তাজপুর, হরিতলা, জয়নগর, উজিরপুর, শিবপুর, কালীনগর, শিবজয়নগর এবং ভাটি শিবজয়নগর।

জনসংখ্যা উপাত্ত

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা ২৩,৬১৭ জন; যাদের মধ্যে পুরুষ ১১,৯০৪ জন এবং মহিলা ১১,৭৮৯ জন।[1] এখানে সর্বমোট ৪,৭৮৩টি পরিবারের বসবাস রয়েছে।

শিক্ষাব্যবস্থা

এখানকার শিক্ষার হার ৫৫%। এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ:[1]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১১টি,
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয় - ২টি,
  • উচ্চ বিদ্যালয় - ৩টি

১.ডাঃ মহিউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ - মানিকপুর ২.কালিকাপুর উচ্চ বিদ্যালয় -কালিকাপুর ৩. শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- শাহজিবাজার

  • মাদ্রাসা ২টি - ১.ছালেহাবাদ মাদ্রাসা - শাহপুর

২.বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার হাফেজিয়া মাদ্রাসা


স্বাস্থ্যসেবা

এই ইউনিয়নের ২৮.৫০% বসতি স্যানিটেশন সুবিধার আওতাভূক্ত।[1]

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

  • হবিগঞ্জ গ্যাস ফিল্ড;
  • ফ্রুটস ভ্যালি;
  • শাহ্‌ সোলেয়মান ফতেহ গাজী বোগদাদীর মাজার - ফতেহপুর

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে বাঘাসুরা ইউনিয়ন"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.