বাগেরহাট-২
বাগেরহাট-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৬নং আসন।
বাগেরহাট-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বাগেরহাট জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার | ২,৮৪,০৬৮ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সংসদ সদস্য | শেখ তন্ময় |
সীমানা
বাগেরহাট-২ আসনটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলা নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
বাগেরহাট-২ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মীর শওকাত আলী বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: বাগেরহাট-২[7][8] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মীর শওকাত আলী বাদশা | ১,০৩,৮৪৬ | ৫০.৮ | +৯.৬ | ||
বিএনপি | এম. এ. সালাম | ৯৫,৯৫৪ | ৪৬.৯ | -১০.৬ | ||
ইসলামী আন্দোলন | জালাল উদ্দিন হাওলাদার | ৩,৪৭০ | ১.৭ | প্র/না | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | চাষী এএম সাইদুর রহমান | ১,২৪০ | ০.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮৯২ | ৩.৯ | -১২.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,০৪,৫১০ | ৮৯.০ | +৬.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: বাগেরহাট-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এমএএইচ সেলিম | ১,০৩,৭৯২ | ৫৭.৫ | +২২.৩ | ||
আওয়ামী লীগ | শেখ হেলাল উদ্দিন | ৭৪,৪২৯ | ৪১.২ | +২.০ | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | ফরিদ হাসান | ১,৪৩৬ | ০.৮ | প্র/না | ||
স্বতন্ত্র | মকবুল হোসাইন শেখ | ২৩৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এস. এম. এ. মান্নান | ১৬৯ | ০.১ | প্র/না | ||
জাসদ | এমদাদুল হক মঞ্জিল | ১২১ | ০.১ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | এস. এম. রেজাউল করিম | ৯৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আরেফিন ইসলঅম | ৬৯ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | শেখ দবির উদ্দিন | ৫৭ | ০.০ | প্র/না | ||
বাংলাদেশ সর্বহারা পার্টি | মোঃ মোসারেফ হোসেন | ৪৪ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৩৬৩ | ১৬.৩ | +১২.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৮০,৪৫৪ | ৮২.৩ | +০.৩ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বাগেরহাট-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মীল সাকাওয়াত আলী দারু | ৫৭,৩৭৭ | ৩৯.২ | +২.৭ | ||
বিএনপি | এ. এস. এম. মুস্তাফিজুর রহমান | ৫১,৪৪৮ | ৩৫.২ | -২.৫ | ||
জামায়াতে ইসলামী | শেখ কামরুল আলম | ২৬,৮০৫ | ১৮.৩ | -৩.২ | ||
জাতীয় পার্টি | শেখ আতিয়ার রহমান | ৮,৪৫০ | ৫.৮ | +২.৫ | ||
ইসলামী ঐক্য জোট | মুজিবুর রহমান যুক্তিবাদী | ১,২১৪ | ০.৮ | প্র/না | ||
জাকের পার্টি | সায়েদ সিরাজুল কবির | ৬৪৪ | ০.৪ | -০.৩ | ||
স্বতন্ত্র | এম. এ. আউয়াল | ২৩৬ | ০.২ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | এস এম আব্দুল মান্নান | ৮২ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | ফকির মোঃ আলী হাসান | ৫৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৯২৯ | ৪.১ | +৩.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৬,৩০৯ | ৮২.০ | +২০.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: বাগেরহাট-২[9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | এ. এস. এম. মুস্তাফিজুর রহমান | ৪৮,০৮১ | ৩৭.৭ | |||
আওয়ামী লীগ | মীর সাকাওয়াত আলী দারু | ৪৬,৬৫২ | ৩৬.৫ | |||
জামায়াতে ইসলামী | মুজিবুর রহমান | ২৭,৫০৮ | ২১.৫ | |||
জাতীয় পার্টি | শেখ আব্দুর রহমান | ৪,২০৯ | ৩.৩ | |||
জাকের পার্টি | হানিফুল হক | ৮৪৩ | ০.৭ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | ফজলুর রহমান | ২৬৬ | ০.২ | |||
জাসদ (রব) | শেখ কামরুজ্জামান | ১০৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪২৯ | ১.১ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৭,৬৬৪ | ৬১.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"। দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.