বাগেরহাট-১
বাগেরহাট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৫নং আসন।
বাগেরহাট-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বাগেরহাট জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার | ৩,০২,২৩৯ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শেখ হেলাল উদ্দিন |
সীমানা
বাগেরহাট-১ আসনটি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা, ফকিরহাট উপজেলা ও মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
বাগেরহাট-১ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল। এটি পূর্ববর্তী খুলনা-১ আসন ছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শেখ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]
২০০০-এর দশকে নির্বাচন
২০০৮ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: বাগেরহাট-১, রংপুর-৬, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও বাকীগুলি ছেড়ে দেন। ফলে বাকীগুলিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অন্য দুই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলে শেখ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
সাধারণ নির্বাচন ২০০৮: বাগেরহাট-১[8][9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ১,৪২,৯৭৯ | ৬৮.৩ | +১২.১ | |
বিএনপি | শেখ ওয়াহিদুজ্জামান দিপু | ৫৮,৫৩৩ | ২৮.০ | -১৫.৮ | |
ইসলামী আন্দোলন | মোঃ লিয়াকত আলী | ৭,৫২২ | ৩.৬ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | শেখ শওকত হোসাইন | ২৮৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮৪,৪৪৬ | ৪০.৩ | +২৮.০ | ||
ভোটার উপস্থিতি | ২,০৯,৩২২ | ৮৯.৪ | +৭.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ২০০১: বাগেরহাট-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শেখ হেলাল উদ্দীন | ১,০৬,২৩৫ | ৫৬.২ | ||
বিএনপি | শেখ মুজিবুর রহমান | ৮২,৯২২ | ৪৩.৮ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৩১৩ | ১২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৯,১৫৭ | ৮১.৮ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: বাগেরহাট-১, খুলনা-১, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও বাকীগুলি ছেড়ে দেন। ফলে বাকীগুলি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[10][11][12] শেখ হেলাল উদ্দীন উপ-নির্বাচনে নির্বাচিত হন।[12]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বাগেরহাট-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ৭৭,৩৪২ | ৫১.৪ | +৩.২ | |
বিএনপি | শেখ মুজিবুর রহমান | ৪৭,২৯৯ | ৩১.৪ | +০.২ | |
ইসলামী ঐক্য জোট | সিদ্দিকুর রহমান | ৯,৯১২ | ৬.৬ | +৬.৩ | |
জামায়াতে ইসলামী | মোঃ আহাদ আলী | ৮,৪৬৩ | ৫.৬ | প্র/না | |
জাতীয় পার্টি | এস.এম. শফিকুল ইসলাম | ৫,৯৭৭ | ৪.০ | +৩.৭ | |
জাসদ (রব) | সুরেন্দ্র নাথ সিকদার | ৫৮৬ | ০.৪ | -০.৯ | |
বাংলাদেশ তফসিল জাতীয় ফেডারেশন (এস কে মণ্ডল) | স্বপন কুমার মন্ডল | ৩৫০ | ০.২ | প্র/না | |
গণতান্ত্রিক প্রজাতন্ত্র দল | আরাফাতুল ইসলাম | ২৭৫ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | মুনিরুজ্জামান | ২৩৪ | ০.২ | -০.৩ | |
স্বতন্ত্র | বিনয় কৃষ্ণ পোদ্দার | ১৭৯ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,০৪৩ | ১৯.৯ | +২.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৫০,৬১৭ | ৮২.৮ | +২৩.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: বাগেরহাট-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মোজাম্মেল হোসাইন | ৬২,০৪৫ | ৪৮.২ | |||
বিএনপি | শেখ মুজিবুর রহমান | ৪০,১৫৫ | ৩১.২ | |||
বিকেএ | সিদ্দিকুর রহমান | ২১,১২৩ | ১৬.৪ | |||
জাসদ (রব) | শেখ কামরুজ্জামান | ১,৭২৮ | ১.৩ | |||
ন্যাপ (মোজাফফর) | এস. এম. সবুর | ১,৫২৫ | ১.২ | |||
জাকের পার্টি | এস. এম. নিজামুল হক | ৬৪১ | ০.৫ | |||
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌউলা) | শেখ শওকাত হোসাইন নিলু | ৪৯৪ | ০.৪ | |||
জাতীয় পার্টি | শেখ এ হাই | ৪৪২ | ০.৩ | |||
ইসলামী ঐক্য জোট | খেলাফত হোসাইন | ৩৬১ | ০.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (মাতিন) | এ. সবুর শেখ | ১৫৪ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৮৯০ | ১৭.০ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৮,৬৬৮ | ৫৯.৮ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "আ.লীগের শক্ত ঘাঁটি দখল চায় বিএনপি"। আলোকিত বাংলাদেশ। বাগেরহাট। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০১৮।
- "Sheikh Helal elected MP uncontested"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)