বাগেরহাট-১

বাগেরহাট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৫নং আসন।

বাগেরহাট-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবাগেরহাট জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার৩,০২,২৩৯ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলআওয়ামী লীগ
বর্তমান সাংসদশেখ হেলাল উদ্দিন

সীমানা

বাগেরহাট-১ আসনটি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা, ফকিরহাট উপজেলামোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত।[2][3]

ইতিহাস

বাগেরহাট-১ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল। এটি পূর্ববর্তী খুলনা-১ আসন ছিল।

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ এমএ খয়ের বাংলাদেশ আওয়ামী লীগ[4]
১৯৮৮ শেখ আব্দুল হাই বাচ্চু জাতীয় পার্টি[5]
১৯৯১ মোজাম্মেল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ
সেপ্টে ১৯৯৬ উপ-নির্বাচন শেখ হেলাল উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ উপ-নির্বাচন শেখ হেলাল উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৯ উপ-নির্বাচন শেখ হেলাল উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ শেখ হেলাল উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শেখ হেলাল উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শেখ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[6]

২০০০-এর দশকে নির্বাচন

২০০৮ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: বাগেরহাট-১, রংপুর-৬, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও বাকীগুলি ছেড়ে দেন। ফলে বাকীগুলিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন অন্য দুই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলে শেখ হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

সাধারণ নির্বাচন ২০০৮: বাগেরহাট-১[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শেখ হাসিনা ১,৪২,৯৭৯ ৬৮.৩ +১২.১
বিএনপি শেখ ওয়াহিদুজ্জামান দিপু ৫৮,৫৩৩ ২৮.০ -১৫.৮
ইসলামী আন্দোলন মোঃ লিয়াকত আলী ৭,৫২২ ৩.৬ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি শেখ শওকত হোসাইন ২৮৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৪,৪৪৬ ৪০.৩ +২৮.০
ভোটার উপস্থিতি ২,০৯,৩২২ ৮৯.৪ +৭.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বাগেরহাট-১[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শেখ হেলাল উদ্দীন ১,০৬,২৩৫ ৫৬.২
বিএনপি শেখ মুজিবুর রহমান ৮২,৯২২ ৪৩.৮
সংখ্যাগরিষ্ঠতা ২৩,৩১৩ ১২.৩
ভোটার উপস্থিতি ১,৮৯,১৫৭ ৮১.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা তিনটি আসনের জন্য দাঁড়িয়েছিলেন: বাগেরহাট-১, খুলনা-১, এবং গোপালগঞ্জ-৩। নির্বাচনে তিনি সব আসনে জয়ী হন তবে তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন ও বাকীগুলি ছেড়ে দেন। ফলে বাকীগুলি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[10][11][12] শেখ হেলাল উদ্দীন উপ-নির্বাচনে নির্বাচিত হন।[12]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বাগেরহাট-১[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শেখ হাসিনা ৭৭,৩৪২ ৫১.৪ +৩.২
বিএনপি শেখ মুজিবুর রহমান ৪৭,২৯৯ ৩১.৪ +০.২
ইসলামী ঐক্য জোট সিদ্দিকুর রহমান ৯,৯১২ ৬.৬ +৬.৩
জামায়াতে ইসলামী মোঃ আহাদ আলী ৮,৪৬৩ ৫.৬ প্র/না
জাতীয় পার্টি এস.এম. শফিকুল ইসলাম ৫,৯৭৭ ৪.০ +৩.৭
জাসদ (রব) সুরেন্দ্র নাথ সিকদার ৫৮৬ ০.৪ -০.৯
বাংলাদেশ তফসিল জাতীয় ফেডারেশন (এস কে মণ্ডল) স্বপন কুমার মন্ডল ৩৫০ ০.২ প্র/না
গণতান্ত্রিক প্রজাতন্ত্র দল আরাফাতুল ইসলাম ২৭৫ ০.২ প্র/না
জাকের পার্টি মুনিরুজ্জামান ২৩৪ ০.২ -০.৩
স্বতন্ত্র বিনয় কৃষ্ণ পোদ্দার ১৭৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,০৪৩ ১৯.৯ +২.৯
ভোটার উপস্থিতি ১,৫০,৬১৭ ৮২.৮ +২৩.০
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বাগেরহাট-১[10]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোজাম্মেল হোসাইন ৬২,০৪৫ ৪৮.২
বিএনপি শেখ মুজিবুর রহমান ৪০,১৫৫ ৩১.২
বিকেএ সিদ্দিকুর রহমান ২১,১২৩ ১৬.৪
জাসদ (রব) শেখ কামরুজ্জামান ১,৭২৮ ১.৩
ন্যাপ (মোজাফফর) এস. এম. সবুর ১,৫২৫ ১.২
জাকের পার্টি এস. এম. নিজামুল হক ৬৪১ ০.৫
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (নূরুল এ মৌউলা) শেখ শওকাত হোসাইন নিলু ৪৯৪ ০.৪
জাতীয় পার্টি শেখ এ হাই ৪৪২ ০.৩
ইসলামী ঐক্য জোট খেলাফত হোসাইন ৩৬১ ০.৩
বাংলাদেশ মুসলিম লীগ (মাতিন) এ. সবুর শেখ ১৫৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২১,৮৯০ ১৭.০
ভোটার উপস্থিতি ১,২৮,৬৬৮ ৫৯.৮
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "আ.লীগের শক্ত ঘাঁটি দখল চায় বিএনপি"আলোকিত বাংলাদেশ। বাগেরহাট। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০১৮
  7. "Sheikh Helal elected MP uncontested"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮
  12. "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.