বাগানবাড়ী ইউনিয়ন

বাগানবাড়ী বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন

বাগানবাড়ী
ইউনিয়ন
২নং বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ
বাগানবাড়ী
বাগানবাড়ী
বাংলাদেশে বাগানবাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৭′৪৬″ উত্তর ৯০°৪১′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলামতলব উত্তর উপজেলা 
জনসংখ্যা (২০১১)
  মোট১৯,৫১৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬৪০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বাগানবাড়ী ইউনিয়নের আয়তন ৩,৯৯২ একর।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাগানবাড়ী ইউনিয়নের জনসংখ্যা ১৯,৫১৬ জন। এর মধ্যে পুরুষ ৯,২৫৩ জন এবং মহিলা ১০,২৬৩ জন। মোট পরিবার ৪,১৬০টি।[1]

অবস্থান ও সীমানা

মতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে বাগানবাড়ী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সাদুল্লাপুর ইউনিয়ন, দক্ষিণে দুর্গাপুর ইউনিয়ন, পূর্বে ধনাগোদা নদীকুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নপদুয়া ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বাগানবাড়ী ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাগানবাড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৮%।[1]

শিক্ষা প্রতিষ্ঠান

  • হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়
  • ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়
  • বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

বাগানবাড়ী ইউনিয়নের সাথে মতলব উত্তর উপজেলার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। মতলব থানা থেকে এবং চাঁদপুর জেলা থেকেও এ ইউনিয়নের সাথে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে দাউদকান্দি ব্রিজ এবং শ্রীরায়েরচর ব্রিজ হয়ে এ ইউনিয়নে যাওয়া যায়। এছাড়াও নদীপথে কালিরবাজার হয়ে এ ইউনিয়নে যাতায়াত করা যায়।

খাল ও নদী

বাগানবাড়ী ইউনিয়নের কালির বাজারের পাশ দিয়ে ধনাগোদা নদী বয়ে গেছে।

হাট-বাজার

বাগানবাড়ী ইউনিয়নের প্রধান বাজার কালির বাজার।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.