বাগানবাড়ী ইউনিয়ন
বাগানবাড়ী বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি ইউনিয়ন।
বাগানবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
২নং বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ | |
বাগানবাড়ী বাগানবাড়ী | |
স্থানাঙ্ক: ২৩°২৭′৪৬″ উত্তর ৯০°৪১′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | মতলব উত্তর উপজেলা |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৫১৬ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
বাগানবাড়ী ইউনিয়নের আয়তন ৩,৯৯২ একর।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাগানবাড়ী ইউনিয়নের জনসংখ্যা ১৯,৫১৬ জন। এর মধ্যে পুরুষ ৯,২৫৩ জন এবং মহিলা ১০,২৬৩ জন। মোট পরিবার ৪,১৬০টি।[1]
অবস্থান ও সীমানা
মতলব উত্তর উপজেলার উত্তর-পশ্চিমাংশে বাগানবাড়ী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে সাদুল্লাপুর ইউনিয়ন, দক্ষিণে দুর্গাপুর ইউনিয়ন, পূর্বে ধনাগোদা নদী ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন ও পদুয়া ইউনিয়ন এবং উত্তরে মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বাগানবাড়ী ইউনিয়ন মতলব উত্তর উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মতলব উত্তর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬১নং নির্বাচনী এলাকা চাঁদপুর-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাগানবাড়ী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.৮%।[1]
শিক্ষা প্রতিষ্ঠান
- হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়
- ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়
- বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
বাগানবাড়ী ইউনিয়নের সাথে মতলব উত্তর উপজেলার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। মতলব থানা থেকে এবং চাঁদপুর জেলা থেকেও এ ইউনিয়নের সাথে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে দাউদকান্দি ব্রিজ এবং শ্রীরায়েরচর ব্রিজ হয়ে এ ইউনিয়নে যাওয়া যায়। এছাড়াও নদীপথে কালিরবাজার হয়ে এ ইউনিয়নে যাতায়াত করা যায়।
খাল ও নদী
বাগানবাড়ী ইউনিয়নের কালির বাজারের পাশ দিয়ে ধনাগোদা নদী বয়ে গেছে।
হাট-বাজার
বাগানবাড়ী ইউনিয়নের প্রধান বাজার কালির বাজার।
আরও দেখুন
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।