বাগমতী প্রদেশ
বাগমতী প্রদেশ (बागमती प्रदेश) নেপালের নতুন সংবিধান অনুসারে গঠিত সাতটি প্রদেশের অন্যতম। ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর এই প্রদেশ গঠিত হয়।[1] নেপালের রাজধানী কাঠমান্ডু এই প্রদেশেই অবস্থিত। বাগমতী প্রদেশের উত্তরে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে প্রদেশ নং ১, পশ্চিমে গণ্ডকী প্রদেশ এবং দক্ষিণে প্রদেশ নং ২ ও ভারতের বিহার রাজ্য অবস্থিত। ২০১৮ সালের ১৭ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠকে হেটৌডাকে প্রদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রদেশ নং ৩ এর নামকরণ করা হয় বাগমতী প্রদেশ।
বাগমতী প্রদেশ बागमती प्रदेश | |
---|---|
প্রদেশ | |
উপরের বাম থেকে ডানে গৌরীশঙ্কর, গোসাইকুন্ড, পশুপতিনাথ মন্দির, পাটন দরবার স্কয়ার, স্বয়ম্ভুনাথ, ভক্তপুর দরবার স্কয়ার, হনুমান ঢোকা এবং চিতবন রাষ্ট্রীয় উদ্যানে এক শৃঙ্গযুক্ত গণ্ডার | |
বাগমতী প্রদেশের অবস্থান | |
বাগমতী প্রদেশের মানচিত্র | |
দেশ | নেপাল |
প্রতিষ্ঠা | ২০ সেপ্টেম্বর ২০১৫ |
রাজধানী | হেটৌডা (অস্থায়ী) |
বৃহত্তম শহর | কাঠমান্ডু |
জেলা | ১৩ |
সরকার | |
• শাসক | বাগমতী প্রদেশ সরকার |
• গভর্নর | অনুরাধা কৈরালা |
• মুখ্যমন্ত্রী | ডোরমণি পৌডেল (এনসিপি) |
• উচ্চ আদালত | পাটন উচ্চ আদালত |
• প্রদেশ সভা | এক কক্ষবিশিষ্ট (১১০ আসন) |
• প্রতিনিধি সভায় আসন | ৩৩ |
আয়তন | |
• মোট | ২০,৩০০ বর্গকিমি (৭,৮০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | ৫ম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৫,২৯,৪৫২ |
• ক্রম | ১ম |
• জনঘনত্ব | ২৭০/বর্গকিমি (৭১০/বর্গমাইল) |
• ঘনত্বের ক্রম | ২য় |
বিশেষণ |
|
সময় অঞ্চল | এনএসটি (ইউটিসি+০৫:৪৫) |
ভৌগোলিক কোড | এনপি-টিএইচ |
প্রধান ভাষাসমূহ | ১. নেপালি ভাষা (৫৭.৪২%) ২. তামাং ভাষা (১৮.৩১%) ৩. নেপাল ভাষা (১২.২৯%) |
এইচডিআই সূচক | ০.৫৬০ (মধ্যম) |
সাক্ষরতা | ৭৪.৮৫% |
লিঙ্গানুপাত | ৯৮.৭৭ ♂/১০০ ♀ (২০১১) |
ওয়েবসাইট | https://ocmcm.p3.gov.np/ |
ভূ-প্রকৃতি ও জলবায়ু
এই প্রদেশের ভূ-প্রকৃতি পার্বত্য অঞ্চলময়। সুউচ্চ গৌরীশঙ্কর, লাংতাং, জুগাল ও গণেশ পর্বত এ প্রদেশে অবস্থিত। প্রদেশের আয়তন ২০,৩০০ বর্গ কিলোমিটার, যা নেপালের মোট আয়তনের প্রায় ১৪%। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পর্ণমোচী, সরলবর্গীয় বন ও আলপাইন বনের জন্য সহায়ক। সমুদ্র-পৃষ্ঠ থেকে উচ্চতার উপরে তাপমাত্রা নির্ভর করে। সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়।
সরকার ও প্রশাসন
নেপালের নতুন সংবিধান অনুসারে প্রদেশ নং ৩ এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন গভর্নর, প্রদেশ সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশের বিচার বিভাগের প্রধান হলেন পাটন উচ্চ আদালতের প্রধান বিচারপতি।[2] প্রদেশ নং ৩ এর বর্তমান গভর্নর অনুরাধা কৈরালা, মুখ্যমন্ত্রী ডোরমনি পৌডেল এবং পাটন উচ্চ আদালতের প্রধান বিচারপতি হলেন টেক বাহাদুর মোকতান[3][4] প্রদেশ নং ৩ এর প্রদেশ সভার আসন সংখ্যা ১১০টি। কেন্দ্রীয় প্রতিনিধি সভার ৩৫ জন সদস্য এই প্রদেশ থেকে নির্বাচিত হন।[5]
অন্যান্য প্রদেশের মতো, প্রদেশ নং ৩ এর প্রদেশ সভা এক কক্ষবিশিষ্ট। প্রতিটি প্রদেশ সভার মেয়াদ পাঁচ বছর। প্রদেশ সভার অস্থায়ী কার্যালয় হেটৌডার আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরে অবস্থিত।[6]
প্রশাসনিক বিভাগসমূহ
প্রদেশ নং ৩ এ মোট তেরোটি জেলা রয়েছে। প্রতিটি জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন জেলা সমন্বয় সমিতির প্রধান ও জেলা প্রশাসন কর্মকর্তা। প্রতিটি জেলাকে আবার নগর ও গ্রামপালিকায় বিভক্ত করা হয়েছে। প্রদেশ নং ৩-এ একটি মহানগর, একটি উপ-মহানগর, ৪১টি নগর ও ৭৪ টি গ্রামপালিকা রয়েছে।[7]
প্রদেশ নং ৩ এর জেলাসমূহ হলো:
জনসংখ্যার উপাত্ত
প্রদেশ নং ৩ জনসংখ্যার দিক থেকে নেপালের সর্ববৃহৎ প্রদেশ। নেওয়ার, তামাং, শেরপা, থারু, চেপাং, জিরেল, ব্রাহ্মণ, ছেত্রী প্রভৃতি বৈচিত্র্যময় সংস্কৃতির জাতিসত্তার মানুষ এখানে বাস করে।[8] ২০১৭ সালের প্রতিনিধি সভা ও প্রদেশ সভা নির্বাচনে এই প্রদেশ থেকে সর্বাধিক সংখ্যক ভোটার অংশ নেয়।
সাধারণত জেলার বা শহরের নামানুসারে প্রদেশের অধিবাসীদের বিশেষায়িত করা হয়। তবে সমগ্র প্রদেশকে নির্দেশ করতে নেপালমন্ডলী নামটি ব্যবহৃত হয়।
আরো দেখুন
তথ্যসূত্র
- "Nepal Provinces"। statoids.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-২১।
- "High Courts get their chief judges" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "UML PP leader Dor Mani Paudel appointed CM of Province 3"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি (যুক্তরাষ্ট্র) ভাষায়)। ২০১৮-০২-১১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "President of Nepal administers oath to Chiefs of seven provinces"। ডিডি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭। একের অধিক
|ওয়েবসাইট=
এবং|কর্ম=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - "CDC creates 495 constituencies"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি (যুক্তরাষ্ট্র) ভাষায়)। ২০১৭-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "Preparations under way for assembly meeting"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি (যুক্তরাষ্ট্র) ভাষায়)। ২০১৮-০১-৩১। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "स्थानिय तह"। 103.69.124.141। ৩১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৭।
- "Highest number of voters in province no. 3" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৫।