বাগদি

বাগদি হলো দ্রাবিড়-বংশোদ্ভুত এক আদিবাসী গোষ্ঠী যাদের প্রধান বাসস্থান ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাংলাদেশ। বাগদিরা চাষাবাদ এবং মাছ ধরার মতো পেশার সাথে যুক্ত। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলায় প্রচুর সংখ্যায় বাগদিরা বাস করেন। বাগদিরা পশ্চিমবঙ্গের তপসিলি জাতি গুলির মধ্যে পরিসংখ্যানের দিক থেকে অন্যতম।[1][2]

ইতিহাস

যোগেন্দ্রনাথ ভট্টাচার্য বাগদিদের একটি আদিবাসী সম্প্রদায় হিসেবে উল্লেখ করেন যারা ছিল প্রধানতঃ জেলে, কাঠুরিয়া এবং আবর্জনা বাহক। বাগদিরা ব্রিটিশ আইনে বাংলার অপরাধী গোষ্ঠী নামেও পরিচিত ছিল।[3]

জনসংখ্যা এবং সাক্ষরতার তথ্য

২০০১ সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে বাগদিদের সংখ্যা ২,৭৪০,৩৮৫। এঁরা রাজ্যের তফসিলি জাতি জনসংখ্যার মোট ১৪.৯ শতাংশ। বাগদিদের মধ্যে ৪৭.৭ শতাংশ শিক্ষিত – এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৬০.৪ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৩৪.৮ শতাংশ।[4]

পাদটীকা

  1. Rahman, S M Mahfuzur। "Bagdi"Banglapedia। Asiatic Society of Banglaadesh। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৯
  2. O’Malley, L.S.S., Bengal District Gazaeteers, Bankura, pp. 65-67, 1995 edition, Government of West Bengal
  3. Roy, Milan. "SITUATING SOCIAL STRUCTURE OF BAGDI CASTE IN BENGAL." CASTE, GENDER AND MEDIA: SIGNIFICANT SOCIOLOGICAL TRENDS IN INDIA: 102.
  4. "West Bengal, Census of India 2001, Data Highlights – The Scheduled Castes" (পিডিএফ)। Office of the Registrar General, India। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.