বাক্সা জেলা
বাক্সা জেলা (অসমীয়া: বাক্সা জিলা; /ˈbʌksə/ or /ˈbæksə/;) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার মধ্যে একটি। এ জেলা বড়োল্যান্ড-এর অন্তৰ্ভুক্ত। ২০০৩ সনে এটিকে নতুন জেলারূপে ঘোষণা করা হয়। বাক্সা জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গকিলোমিটার।
বাক্সা জেলা | |
---|---|
জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | অসম |
সদর | মুছলপুর |
আয়তন | |
• মোট | ২,৪০০ বর্গকিমি (৯০০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৯,৫৩,৭৭৩ |
• জনঘনত্ব | ৪৭৫/বর্গকিমি (১,২৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+5:30) |
ওয়েবসাইট | Baksa.gov.in/ |
ইতিহাস
২০০৩ সনের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বি টি সি চুক্তিমতে আসামের চারটি জেলা- কোকরাঝাড়, বাক্সা, চিরাং এবং ওডালগুড়িকে নিয়ে বড়োলেণ্ড স্বায়ত্বশাসিত অঞ্চল স্থাপিত হয়। বড়পেটা, নলবাড়ি, কামরূপ এবং দরং জেলার অংশবিশেষ নিয়ে বাক্সা জেলার সৃষ্টি করা হয়েছে।[1] ২০০৩ সনের অক্টোবরে এটিকে জেলা ঘোষণা করা হয় এবং ২০০৪ সনের ১ জুনের পর থেকে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম আরম্ভ হয়।[2] বাক্সার প্ৰথম উপায়ুক্ত ছিল ড: আনোয়ারুদ্দিন চৌধুরী।
ভৌগোলিক তথ্য
বাক্সা জেলটি আসামের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। বাক্সা জিলার উত্তরে আছে ভুটান, দক্ষিণে আছে বরপেটা, নলবাড়ি এবং কামরূপ জেলা, এবং পশ্চিমে আছে চিরাং জেলা। জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গ কিলোমিটাৰ।[1] সদর দপ্তর স্থান মুছলপুর আসামের রাজধানী দিসপুর থেকে প্ৰায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত।
জনগোষ্ঠী
বক্সা জেলায় বরো‚ রাভা‚ কোচ-রাজবংশী‚ আদিবাসী‚ নেপালী‚ মদাহী আদি প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে।
তথ্যসূত্র
- "About the Baksa district"। District administration, Baksa। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১২।
- Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১।