বাকেরগঞ্জ উপজেলা

বাকেরগঞ্জ বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা

বাকেরগঞ্জ
উপজেলা
বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ
বাংলাদেশে বাকেরগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯০°২০′৩৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
  মোট৪১১.৩৬ বর্গকিমি (১৫৮.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)[1]
  মোট৩,১৩,৮৪৫
  জনঘনত্ব৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৩.৩ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ০৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

বাকেরগঞ্জ উপজেলার অবস্থান ২২°২৯'উত্তর অক্ষাংশ, এবং ৯০°১২' -৯০°৩৩' দ্রাঘিমাংশের মধ্যে। উত্তরে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাবরিশাল সদর উপজেলা, দক্ষিণে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলাবাউফল উপজেলা, পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলাভোলা সদর উপজেলা, পশ্চিমে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলানলছিটি উপজেলা, বরগুনা জেলার বেতাগী উপজেলা

প্রশাসনিক এলাকা

বাকেরগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

ইতিহাস

স্বাধীন বাংলার নবাব আলীবর্দী খানের আমলে বুজুর্গ উমেদপুরের জমিদার ঢাকার আগাবাকের খান এ অঞ্চলে ১৭৪১খ্রিঃ নিজ নামে গঞ্জ প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয় বাকেরগঞ্জ। ইষ্টইন্ডিয়া কোম্পানীর আমলে ১৭৯৭খ্রিঃ বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলা সদর বাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তর করা হয়। বাকেরগঞ্জ জেলা নামটি ১৭৯৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ছিল। ১৯৯৩ সালে বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেয়া হয়। জেলা সদর বরিশালের নামে বিভাগের নামকরণ করা হয়। আগাবাকের খানের স্মৃতিবিজড়িত বাকেরগঞ্জ নামটি বর্তমানে বাকেরগঞ্জ উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ৩,১৩,৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ১,৪৮,৯২৫ জন এবং মহিলা ১,৬৪,৯২০ জন। মোট পরিবার ৭১,৫৩৭টি।[2]

শিক্ষা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার সাক্ষরতার হার ৬৩.৩%।[2]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয় গুলোর তালিকা

বিবিধ

বাকেরগঞ্জ উপজেলার প্রায় ৮০ ভাগের পেশাই চাষাবাদ। এই উপজেলার প্রায় ৮০ ভাগই ইসলাম ধর্মের অনুসারি। বাকি ২০ ভাগ হিন্দু এবং খ্রীষ্টান।

ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বাকেরগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.