বাকেরগঞ্জ-৪
বাকেরগঞ্জ-৪ ছিল বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার একটি আসন। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের আসন ছিল।
বাকেরগঞ্জ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর সাবেক নির্বাচনী এলাকা | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
সাবেক নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
বিলোপ | ১৯৯৬ |
ইতিহাস
বাকেরগঞ্জ-৪ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। এবং ১৯৯৬ সালে আসনটি বিলুপ্ত হয়।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
সাধারণ নির্বাচন ১৯৯১: বাকেরগঞ্জ-৪[6] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | মহিউদ্দিন আহমেদ | ২২,০৯৩ | ৩০.২ | |||
জামায়াতে ইসলামী | মাহমুদ হোসেন আল মামুন | ১৬,৯৪৩ | ২৩.২ | |||
বিএনপি | খন্দকার মাজহারুল ইসলাম | ১১,৫৭৬ | ১৫.৮ | |||
জাতীয় পার্টি | মাইদুল ইসলাম | ৯,৯৯৫ | ১৩.৭ | |||
বাকশাল | শাহজাহান খান | ৮,৭৮৩ | ১২.০ | |||
জাতীয় যুক্তফ্রন্ট | মোস্তফা হামিদ চৌধুরী | ১,২৭০ | ১.৭ | |||
বাংলাদেশ জনতা পার্টি | এএসএম সহিদুল ইসলাম | ৮৩৬ | ১.১ | |||
জাকের পার্টি | আঃ রাজ্জাক ধালী | ৭৯৫ | ১.১ | |||
জাতীয় বিপ্লবী ফ্রন্ট | আব্দুর রহমান খান | ৬৪৪ | ০.৯ | |||
জাসদ (সিরাজ) | আব্দুল জলিল | ১৬৯ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৩২২ | ৪৪.২ | ||||
ভোটার উপস্থিতি | ৭৩,১০৪ | ৩৭.৭ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.