বাকেরগঞ্জ-২
বাকেরগঞ্জ-২ ছিল বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকার একটি আসন। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের আসন ছিল।
বাকেরগঞ্জ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর সাবেক নির্বাচনী এলাকা | |
জেলা | বরিশাল জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
সাবেক নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
বিলোপ | ১৯৯৬ |
ইতিহাস
বাকেরগঞ্জ-২ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। এবং ১৯৯৬ সালে আসনটি বিলুপ্ত হয়।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
সাধারণ নির্বাচন ১৯৯১: বাকেরগঞ্জ-২[6] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ওয়ার্কার্স পার্টি | রাশেদ খান মেনন | ৩৬,৩১১ | ৩৩.০ | |||
আওয়ামী লীগ | হরনাথ বাঈন | ২৭,৬৯৭ | ২৫.২ | |||
জাতীয় পার্টি | গোলাম কিবরিয়া | ১৯,৮৭৬ | ১৮.১ | |||
বিএনপি | এমএ রহমান মল্লিক | ১৩,৪৬৫ | ১২.২ | |||
জামায়াতে ইসলামী | বজলুর রশিদ | ১০,৫৭৭ | ৯.৬ | |||
স্বতন্ত্র | খায়রুল আলম হ্যাং | ১,৪৯৯ | ১.৪ | |||
এনডিপি | মোঃ দেলোয়ার হোসেন | ৪০৮ | ০.৪ | |||
জাসদ (রব) | মুজিবুর রহমান কবিরাজ | ১৪৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৬১৪ | ৭.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,০৯,৯৮১ | ৪৫.৮ | ||||
জাতীয় পার্টি থেকে ওয়ার্কার্স পার্টি অর্জন করে | ||||||
আরও দেখুন
তথ্যসূত্র
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.