বাকারি সানিয়া
বাকারি সানিয়া (ফরাসি উচ্চারণ: [bakaʁi saɲa]); জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৮৩) ফরাসি জাতীয় দলের খেলোয়াড়। তিনি মূলত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে এবং ফ্রান্স জাতীয় ফুটবল দলে খেলেছেন। তার পূর্বতন দল আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার তাকে একদা প্রিমিয়ার লিগের সেরা রাইট ব্যাক বলে অভিহিত করেন। উইং-ব্যাক হিসেবে খেলার পাশাপাশি সানিয়া মাঝে মাঝে সেন্টার ব্যাক হিসেবেও খেলেছেন।[1][2][3]
তথ্যসূত্র
- "Wenger: Sagna is best in Premier League"। গিভ মি ফুটবল (ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০১২। ১৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
- "Arsenal boss Wenger: Sagna best right-back in league - Tribal Football"। ট্রাইবাল ফুটবল। ১১ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
- ব্রুমস্যাক, নিক (১৫ ফেব্রুয়ারি ২০১৩)। "Wenger - Sagna can shine at centre back"। আর্সেনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.