বাকশিমইল ইউনিয়ন

বাকশিমইল বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর উপজেলার একটি ইউনিয়ন

বাকশিমইল
ইউনিয়ন
৫ নং বাকশিমইল ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলারাজশাহী জেলা
উপজেলামোহনপুর উপজেলা 
আয়তন
  মোট১১.১১ বর্গকিমি (৪.২৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী)
  মোট২৮,৮২৮
  ক্রম২২০৮
  জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

বাকশিমইল ইউনিয়নের আয়তন ১১.১১ বর্গ কিলোমিটার।[1]

প্রশাসনিক কাঠামো

বাকশিমইল ইউনিয়ন মোহনপুর উপজেলার আওতাধীন ৫ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মোহনপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ৫৪নং নির্বাচনী এলাকা রাজশাহী এর অংশ। ইউনিয়নটিতে ২৭ টি গ্রাম আছে।[2]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাকশিমইল ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮৮২৮ জন। এর মধ্যে পুরুষ ১৪৪৩০ জন এবং মহিলা ১৪৩৯৮ জন। এ ইউনিয়নে ৬৪০৫ টি বাড়ি আছে।[1]

সংবাদপত্র

অনলাইন নিউজ পোর্টাল যেমন - সত্যের সকাল ডটকম (sottersokal.com), দ্য ক্যাম্পাস (thecampus24.com) রয়েছে। [3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "০৫ নং বাকশিমইল ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৯
  2. "০৫ নং বাকশিমইল ইউনিয়ন"baksimoilup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫
  3. "দৈনিক সত্যের সকাল (অনলাইন নিউজ পোর্টাল)"baksimoilup.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.