বাইট
বাইট হল তথ্য পরিমাপের একটি একক। প্রতিটি বাইনারি অঙ্ককে বিট বলা হয় এবং ৮টি বিটকে এক বাইট বলা হয়। নিচের তালিকা দেখুন:
বাইট | |
---|---|
একক পদ্ধতি | units derived from bit |
যার একক | ডিজিটাল তথ্য, তথ্য পরিমান |
প্রতীক | B |
আট বিট = ১ বাইট,
১০২৪ বাইট= ১ কিলোবাইট,
১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট,
১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট,
১০২৪ গিগাবাইট=১ টেরাবাইট,
১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট,
১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট,
১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট,
১০২৪ জেটাবাইট = ১ ইয়োটাবাইট।
বাইট শব্দটির প্রচলন সর্বপ্রথম করেন ডঃ ওয়ার্নার বুখোল্ড, ১৯৫৬ সালের জুলাই মাসে। তিনি তখন আইবিএম ৭০৩০ কম্পিউটারের নকশা প্রণয়নের সাথে জড়িত ছিলেন।[1][2][3]
তথ্যসূত্র
- Origins of the Term "BYTE" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুন ২০১২ তারিখে Bob Bemer, accessed 2007-08-12
- TIMELINE OF THE IBM STRETCH/HARVEST ERA (1956–1961) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ এপ্রিল ২০১৬ তারিখে computerhistory.org, '1956 July ... Werner Buchholz ... Werner's term "Byte" first popularized'
- byte catb.org, 'coined by Werner Buchholz in 1956'
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.