বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের তালিকা (২০০০-০৯)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়।[1] ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই পুরস্কার প্রাপ্তরা হলেন:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৬০ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
ওয়েবসাইট | banglaacademy |
২০০০ খ্রিষ্টাব্দ
এ বছর কেউ পুরস্কার পাননি।
২০০১ খ্রিষ্টাব্দ
- কায়সুল হক (কবিতা)
- শামসুজ্জামান খান (গবেষণা)
- আলী ইমাম (শিশু সাহিত্য)
২০০২ খ্রিষ্টাব্দ
- জাহিদুল হক (কবিতা)
- মোবারক হোসেন খান (গবেষণা)
- আবু সালেহ (শিশু সাহিত্য)
২০০৩ খ্রিষ্টাব্দ
- আবদুল হাই শিকদার (কবিতা)
- সাঈদ-উর-রহমান (গবেষণা)
- মুশাররাফ করিম (শিশু সাহিত্য)
২০০৪ খ্রিষ্টাব্দ
- আমজাদ হোসেন (উপন্যাস)
- মোজাম্মেল হোসেন মিন্টু (ছোটগল্প)
- মুহম্মদ আসাদ্দর আলী (গবেষণা)
- জাফর আলম (অনুবাদ)
- মুহম্মদ জাফর ইকবাল (বিজ্ঞান)
- ফরিদুর রেজা সাগর (শিশুসাহিত্য)
২০০৫ খ্রিষ্টাব্দ
- মকবুলা মনজুর (উপন্যাস)
- রেজাউদ্দিন স্টালিন (কবিতা)
- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া (গবেষণা)
- ফখরুজ্জামান চৌধুরী (অনুবাদ)
২০০৬ খ্রিস্টাব্দ
- হরিপদ দত্ত (উপন্যাস)
- শামসুল ইসলাম (কবিতা)
- আলী আনোয়ার (প্রবন্ধ)
- মুহাম্মদ ইব্রাহিম (পদার্থবিজ্ঞানী) (বিজ্ঞান)
- মান্নান হীরা (নাটক)
- আমীরুল ইসলাম (শিশুসাহিত্য)
২০০৭ খ্রিষ্টাব্দ
- মনজুরে মওলা (কবিতা)
- অধ্যাপক যতীন সরকার (প্রবন্ধ ও গবেষণা)
- লুৎফর রহমান রিটন (শিশুসাহিত্য)
২০০৮ খ্রিষ্টাব্দ
- ড. মাহবুব সাদিক (কবিতা)
- ড. করুণাময় গোস্বামী (প্রবন্ধ ও গবেষণা)
- হেলেনা খান (শিশুসাহিত্য)।
২০০৯ খ্রিষ্টাব্দ
২০০৯ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারি ৬ জনকে পুরস্কার দেওয়ার তালিকা চূড়ান্ত হয়। ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেয়া হয়।[2] পুরস্কারের মূল্য এক লক্ষ টাকা।[3] পুরস্কার পেয়েছেন-
- রফিকুল হক - শিশুসাহিত্য
- আনোয়ারা সৈয়দ হক - কথাসাহিত্য
- অরুণাভ সরকার - কবিতা
- রবিউল হুসাইন - কবিতা
- আবুল আহসান চৌধুরী (গবেষণা)
- সুশান্ত মজুমদার (কথাসাহিত্য)
আরও দেখুন
তথ্যসূত্র
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।
- "বাংলা একাডেমি পদক ২০০৯"। দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। মার্চ ১, ২০১০। পৃষ্ঠা ১৪।
- "বাংলা একাডেমি পুরস্কার"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি ২০১০। ২০১৭-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৬।
বহিঃসংযোগ
- "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"। banglaacademy.org.bd। বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.