বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা

এটি বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান জেনারেলদের তালিকা। বর্তমানে সেনাবাহিনীতে একজন পূর্ণ জেনারেল, ৬জন লেফটেন্যান্ট জেনারেল এবং ৫৩জন মেজর জেনারেল রয়েছে।

বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল

  • জেনারেল
  1. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,

এসবিপি(বার),ওএসপি, এনডিইউ,পিএসসি, পিএইচডি - বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান (সিএএস), সেনা সদর দপ্তর (এএইচকিউ), ঢাকা সেনানিবাস,[1] কর্নেল অব দি রেজিমেন্ট, দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট; এবং কর্নেল কমান্ড্যান্ট, কোর অব মিলিটারি পুলিশ - ৯ম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) দীর্ঘ মেয়াদী কোর্স।

  • লেফটেন্যান্ট জেনারেল
  1. লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি - সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), সেনা সদর দপ্তর (এএইচকিউ), ঢাকা সেনানিবাস - ১১ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স। [2]
  2. লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি,এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি - রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয় (বাংলাদেশ) - ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  3. লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি - প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ (পিএসও এএফডি), ঢাকা সেনানিবাস - ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।[3]
  4. লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, জি+, পিএইচডি - কমান্ড্যান্ট, জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাস - ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।[4]
  5. লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, বিএসপি, এনডিসি, পিএসসি - কোয়ার্টারমাস্টার জেনারেল (কিউএমজি), সেনা সদর দপ্তর (এএইচকিউ), ঢাকা সেনানিবাস - ১৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  6. লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী - জিওসি, আর্টডক (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ - ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  • মেজর জেনারেল
  1. মেজর জেনারেল এস এম শামিম উজ জামান রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস, লিবিয়া - ১১ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  2. মেজর জেনারেল মোহামদ জাহিরুল ইসলাম - অর্ডন্যান্স মাস্টার জেনারেল (এমজিও), সেনা সদর দপ্তর, ঢাকা সেনানিবাস (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট - অর্ডানেন্স কোর) - ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  3. মেজর জেনারেল মো: জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান - রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস, লেবানন (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট - আর্মি সার্ভিস কোর এবং আরভিএফসি) - ১৫ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  4. মেজর জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন - ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) - ১৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।[5]
  5. মেজর জেনারেল নজরুল ইসলাম - অ্যাডজুটেন্ট জেনারেল (এজি), সেনাবাহিনী সদর দপ্তর (এএইচকিউ), ঢাকা সেনানিবাস - ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  6. মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন - মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) - ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  7. মেজর জেনারেল টি এম জুবায়ের - মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (ডিজি এনএসআই), ১ সেগুনবাগিচা, ঢাকা [6] - ১৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  8. মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম - রাষ্ট্রপতির সামরিক সচিব (এমএসপি), বঙ্গভবন, ঢাকা - ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  9. মেজর জেনারেল মিজানুর রহমান শামিম - জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম সেনানিবাস - ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  10. মেজর জেনারেল মোঃ মইনউল্লাহ চৌধুরী - বাহিনী উপকমান্ডার - ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (UNMISS), দক্ষিণ সুদান - ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  11. মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান - মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় অধিদপ্তর (ডিজি ডিজিডিপি), ঢাকা - তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  12. মেজর জেনারেল (শূণ্য) - কমান্ড্যান্ট, সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (এমআইএসটি), মিরপুর সেনানিবাস, ঢাকা - ১৭তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  13. মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান - মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (ডিজি বিজিবি) , ঢাকা - ১৮ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  14. মেজর জেনারেল মজিবুর রহমান - মহাপরিচালক, স্পেশাল সিকিউরিটি ফোর্স (ডিজি এসএসএফ), প্রধানমন্ত্রীর কার্যালয় [7] - ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  15. মেজর জেনারেল এ কে এম আমিনুল হক - মহাপরিচালক, বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), ঢাকা- ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  16. মেজর জেনারেল আশিক-উজ-জামান - রাষ্ট্রদূত, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী দূতাবাস, কুয়েত - ১৮ম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  17. মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী- (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার এরিয়া অধিনায়ক, ঘাটাইল সেনানিবাস - ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  18. মেজর জেনারেল জুবায়ের সালেহীন - চীফ ইন ইঞ্জিনিয়ার (ই-ইন-সি), বাংলাদেশ সেনাবাহিনী - ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  19. মেজর জেনারেল মাহাবুব আলম খান - এরিয়া কমান্ডার, ৪৯ পদাতিক ডিভিশন-প্যারাকমান্ডো ব্যাটালিয়ন, ঘাটাইল -১৮ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  1. মেজর জেনারেল ফখরুল আহসান - বাহিনী কমান্ডার - জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পশ্চিম সাহারা, ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স
  2. মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খাইরুল বাশার - রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয় (বাংলাদেশ) - ২০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  3. মেজর জেনারেল মুহাম্মদ শাহিনুল হক - জিওসি ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার এরিয়া অধিনায়ক, সাভার সেনানিবাস - ২০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  4. মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান - এক্সিকিউটিভ চেয়ারম্যান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), ঢাকা - ২০তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  5. মেজর জেনারেল এস এম কামরুল হাসান - কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ), ভাটিয়ারি, চট্টগ্রাম - ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  6. মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন - সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-১), জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাস - ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  7. মেজর জেনারেল মোস্তাগাউসুর রহমান - সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-২), জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাস - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  8. মেজর জেনারেল মাকসুদুল হক - কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর - তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  9. মেজর জেনারেল মোঃ খালেদ আল মামুন - জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া সেনানিবাস। ২১তম বিএমএ মেয়াদী কোর্স।
  10. মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুল ইসলাম - চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড - ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  11. মেজর জেনারেল সাইদুল ইসলাম - আরসিডিএস শিক্ষার্থী, রয়াল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস), লন্ডন, যুক্তরাজ্য - ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  12. মেজর জেনারেল হামিদুল হক - মহাপরিচালক, (ডিজি ডিজিএফআই), কাফরুল, ঢাকা জেলা - ২২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  13. মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি - জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার, জালালাবাদ সেনানিবাস - ২২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  14. মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা - জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া, শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী, পটুয়াখালী - ২২তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  15. মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ - সামরিক সচিব (এমএস), সেনা সদর দপ্তর (এএইচউকি), ঢাকা সেনানিবাস - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  16. মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান - কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুর সেনানিবাস - ২৩ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  17. মেজর জেনারেল সাকিল আহমেদ - জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়ার এরিয়া অধিনায়ক, রংপুর সেনানিবাস - ১৮ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  18. মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান - কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিআইপিএসওট), রাজেন্দ্রপুর সেনানিবাস - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।[8]
  19. মেজর জেনারেল আই কে এম মোস্তাহসিনুল বাকী - গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ, ঢাকা সেনানিবাস, ঢাকা - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  20. মেজর জেনারেল মাহবুবুল আলম - উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর সেনানিবাস, ঢাকা - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।[9]
  21. মেজর জেনারেল ইফতেখার আনিস - চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা, ঢাকা - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  22. মেজর জেনারেল মোঃ মোস্তাগোউসুর রহমান খান - সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-২), জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি), মিরপুর সেনানিবাস- ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  23. মেজর জেনারেল নূরুল আনোয়ার - মহাপরিচালক, ইমিগ্রেশন এবং পাসপোর্ট বিভাগ, (কর্নেল কমান্ড্যান্ট - ইএমই কোর) - ২৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  24. মেজর জেনারেল কবীর আহমেদ - প্রধানমন্ত্রীর সামরিক সচিব (এমএসপি), প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  25. মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান – জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, কুমিল্লা সেনানিবাস - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  26. মেজর জেনারেল জিয়াউল আহসান - মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (ডিজি এনটিএমসি), ঢাকা - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  27. মেজর জেনারেল মাহবুবুর রশিদ - জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, যশোর সেনানিবাস - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  28. মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ – নির্মাণ তত্ত্বাবধায়ক কনসালটেন্ট সেল (সিএসসি), পদ্মা সেতু রেল লিংক প্রজেক্ট (পিবিআরএলপি), প্রধান সমন্বয়কারী (সিসিও) - ২৪তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  29. মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন – কমান্ড্যান্ট, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড টেকটিকস (এসআইএনটি), জালালাবাদ সেনানিবাস, সিলেট - ২৫তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।
  30. মেজর জেনারেল ডাঃ এ কে এম মুসা খান (এএমসি) - মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিজি ডিজিএমএস), ঢাকা সেনানিবাস (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট - আর্মি মেডিকেল কোর)।
  31. মেজর জেনারেল ডাঃ মোঃ আজিজুল ইসলাম (এএমসি)-কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (সিপিজি ডিজিএমএস), ঢাকা সেনানিবাস
  32. মেজর জেনারেল (শূণ্য) (এএমসি) - কনসালটেন্ট সার্জন জেনারেল, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (সিপিজি ডিজিএমএস), ঢাকা সেনানিবাস
  33. মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ মোস্তফা কামাল পাশা (এএমসি) - কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), ঢাকা সেনানিবাস
  34. মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ (এএমসি) - মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। [10]
  35. মেজর জেনারেল ডাঃ নিশাত জোবাইদা (এএমসি) - কমান্ড্যান্ট, আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি এন্ড ট্রান্সফিউশন (এএফআইপি), ঢাকা সেনানিবাস[11]
  36. মেজর জেনারেল (শূণ্য) (এডিসি) - ডেন্টাল সার্জন জেনারেল, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর (ডিএসজি ডিজিএমএস), ঢাকা সেনানিবাস (এছাড়াও কর্নেল কমান্ড্যান্ট - আর্মি ডেন্টাল কোর)[12]
  37. জিওসি ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার এরিয়ার এরিয়া অধিনায়ক, রামু সেনানিবাস - ১৯তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Chief of Army Staff – Bangladesh Army"www.army.mil.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২০
  2. ডটকম, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর। "নতুন সিজিএস লে. জেনারেল সারওয়ার হাসান, মেজর জেনারেল আকবরের পদোন্নতি"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩
  3. "National Defence College"ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৭
  4. "National Defence College"ndc.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-২০
  5. "BMTF | Board of Directors"www.bmtf.com.bd। ২০২২-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩
  6. "NSI gets new chief"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৫
  7. "Biography of DG SSF"। ৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  8. "Present Setup - BIPSOT"www.bipsot.net। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩
  9. "Bangladesh University of Professionals (BUP)"www.bup.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২৩
  10. "Directorate General of Drug Administration"dgda.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১
  11. http://www.banglanews24.com। "Major changes in top positions of army"www.banglanews24.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১
  12. "National Defence College"ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.