বাংলাদেশ সুইমিং ফেডারেশন

বাংলাদেশ সুইমিং ফেডারেশন (সংক্ষেপে বিএসএফ) ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজনকারী সংগঠন। ঢাকা এ সংগঠনের রয়েছে একটি আন্তর্জাতিক মানের সুইমিন কমপ্লেক্স। ১৯৮৭ সালে ৮ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও ১জন কোচ নিয়ে বিকেএসপিতে সাঁতার বিভাগের কার্যক্রম শুরু হয়। এ সংগঠনটি বাংলাদেশে সাঁতারের মানোন্নয়ন, দেশের সুইমিং পুলগুলোর পৃষ্ঠপোষকতা ও পরিচালনায় ভূমিক রাখে । এছাড়া জাতীয় সাঁতার দলের পৃষ্ঠপোষকতায় এ ফেডারেশন দায়বদ্ধ। বর্তমানে এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী[1]

বাংলাদেশ সুইমিং ফেডারেশন
ক্রীড়াসাঁতার প্রতিযোগিতা
সংক্ষেপেবিএসএফ
প্রতিষ্ঠাকাল১৯৮৭
অধিভুক্তফিনা
অধিভুক্তের তারিখ১৯৮৭ সালে সুইমিং ফেডারেশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত।
আঞ্চলিক অধিভুক্তিএশিয়া সাঁতার ফেডারেশন
অধিভুক্তের তারিখ১৯৮০ সালে পূর্ণ সদস্য
সদর দফতরঢাকা, বাংলাদেশ
সভাপতিএডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ওএসপি এনডিসি, পিএসসি
সহ সভাপতিমোল্লা মোহাম্মদ আবু কায়সার
প্রশিক্ষকপার্ক তে গুন
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
bdswimming.org

ইতিহাস

১৯৮৭ সালে ৮ জন সাঁতার প্রশিক্ষণার্থী ও ১জন কোচ নিয়ে বিকেএসপিতে সাঁতার বিভাগের কার্যক্রম শুরু হয়। ফেডারেশনের বিভিন্ন বিষয়শ্রেণীতে ৯ জন কোচ নিয়োজিত আছেন। ০১ জানুয়ারি ২০১৯ তারিখের তথ্য অনুযায়ী সুইমিং ফেডারেশনের ঢাকা বিকেএসপিতে ২৪ জন ছেলে সাঁতারু ও ২৬ জন নারী সাঁতারু এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে ২৪ জন ছেলে সাঁতারু প্রশিক্ষণার্থী হিসেবে রয়েছে। [2] প্রশিক্ষণের জন্য ঢাকা বিকেএসপিতে একটি ৫০মিটার ও একটি ২৫মিটার সুইমিং পুল ও ডাইভিং পুল রয়েছে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে দিনাজপুরে ৫০ মিটারের একটি সুইমিং পুল রয়েছে। বিএসএফের তত্ত্ববধানে ২৯ জন প্রশিক্ষণার্থী আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় এবং ৪৭ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করেছে।[3][4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "সাঁতার ফেডারেশন"। প্রিয়.কম। ৭ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯
  2. "Learning to Swim"Learning to Swim | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭
  3. "বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান - সাঁতার"বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট
  4. "Fina organises water polo clinic"Dhaka Tribune। ২০১৮-১২-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭

বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.