বাংলাদেশ সচিবালয়
সচিবালয় বা বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর। বাংলাদেশ সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সচিবালয়ে সম্পন্ন হয়।[1][2][3] এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। ১৯৪৭ সালে নির্মিত একগুচ্ছ ভবন নিয়ে সচিবালয় গঠিত হয়, যা ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের সচিবালয় হিসেবে কার্যরত ছিল।
বাংলাদেশ সচিবালয় | |
---|---|
বাংলাদেশ সচিবালয় | |
সাধারণ তথ্য | |
ধরন | সরকারি স্থপনা |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
ঠিকানা | আব্দুল গনি রোড , ঢাকা ১০০০ |
স্থানাঙ্ক | ২৩.৭২৮৮° উত্তর ৯০.৪০৮৬° পূর্ব |
নির্মাণ শুরু হয়েছে | ১৯৪৭ |
সম্পূর্ণ | ১৯৬৯ |
স্বত্বাধিকারী | বাংলাদেশ সরকার |
নতুন সচিবালয়ের প্রস্তাব
সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও নিকটবর্তী করতে সরকার বহু বছর ধরে শের-ই-বাংলা নগরে একটি নতুন সচিবালয় তৈরির পরিকল্পনা করছে। নতুন ভবনটি বিশ্বখ্যাত স্থপতি লুই কানের তৈরি জাতীয় সংসদ ভবন ভবনের নকশার অনুরূপ করার বিবেচনা করা হচ্ছে। বর্তমান ভবনের বিকল্প প্রস্তাব করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করেছেন। এটি ১৪ তলা ফাউন্ডেশনের উপর চারটি নয় তলা ভবনসহ ৩২ একর জমির উপর নির্মিত হবে। তবে আপাতত রমনা থেকে সচিবালয় সরানোর চিন্তা বাদ দেওয়া হয়েছে।[4]
কাঠামো ও বিভাগ
- ভবন # ৩
- বাণিজ্য মন্ত্রণালয়
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
- ক. স্বাস্থ্যসেবা বিভাগ
- খ. মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
- ভবন # ৪
- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
- কৃষি মন্ত্রণালয়
- খাদ্য মন্ত্রণালয়
- তথ্য মন্ত্রণালয়
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- ক. আইন ও বিচার বিভাগ
- খ. আইন ও সংসদ বিষয়ক বিভাগ
- ভূমি মন্ত্রণালয়
- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
- ভবন # ৫
- ভবন # ৬
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
- শিক্ষা মন্ত্রণালয়
- ক. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
- খ. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
- বিদ্যুৎ বিভাগ
- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
- পরিবেশ ও বন মন্ত্রণালয়
- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
- বস্ত্র ও পাট মন্ত্রণালয়
- নৌপরিবহন মন্ত্রণালয়
- সমাজকল্যাণ মন্ত্রণালয়
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
- ভবন # ৭
- পানি সম্পদ মন্ত্রণালয়
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
- ক. ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
- ক. স্থানীয় সরকার বিভাগ
- খ. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
- অর্থ মন্ত্রণালয়
- অর্থ বিভাগ
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ
- অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
- ভবন # ৮
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
- জন সুরক্ষা বিভাগ
- সুরক্ষা সেবা বিভাগ
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
তথ্যসূত্র
- ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "সচিবালয়"। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭।
- http://www.thedailystar.net/tags/bangladesh-secretariat
- "সচিবালয় স্থানান্তর হচ্ছে না"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।
- "মন্ত্রণালয় ও বিভাগসমূহ মন্ত্রিপরিষদ বিভাগ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার"। www.cabinet.gov.bd।