বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেপজা বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের নিয়ন্ত্রণকারী সংস্থা।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের পরিচয়-প্রতীক (লোগো)

বিনিয়োগ আকর্ষণ, পণ্যের বৈচিত্র্যায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি উদ্দেশ্যে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ (বা প্রক্রিয়াজাতকরণ) অঞ্চলগুলির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে স্থাপিত ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠালগ্ন থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি স্বায়ত্বশাসিত সংস্থা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি “এশিয়ার সর্বাপেক্ষা নিম্ন ব্যয়ের উৎপাদন ক্ষেত্র” হিসেবে পরিচিতি নিয়ে দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণে সফলতার সাথে দীর্ঘ পথ অতিক্রম করেছে। বর্তমানে বিশ্বব্যাপী বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বিনিয়োগের সুবর্ণভূমি হিসেবে প্রশংসিত হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহ এখন বিশ্ব বাজারে একটি মার্কা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখন দেশের একটি অন্যতম সফল সংস্থা।[1]

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহ

প্রস্তাবিত নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহ

তথ্যসূত্র

  1. "Meghna Group to build two economic zones"The Daily Star। ১২ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.