বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন বাংলাদেশে বাস্কেটবলের জন্য জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশের বাস্কেটবল খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[1] ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি।[2]
![]() | |
গঠিত | ১৯৭২ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ইতিহাস
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ১৯৭২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।[3] এটি এফআইবিএর একটি সহযোগী সদস্য (ফেডারেশন ইন্টারনেশনাল ডি বাস্কেটবল বাস্কেটবল অ্যামেচার)।[4] ফেডারেশন বাংলাদেশের একমাত্র সক্রিয় বাস্কেটবল জিমনেসিয়াম ধানমন্ডি কাঠের ফ্লোর জিমনেসিয়ামের মালিক। এটি প্রস্তাবিত শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠ হারাতে বসেছে।[5]
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০১৮ সালের নভেম্বরে একজন মহিলা খেলোয়াড়কে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয় মহিলা বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে।[6]
তথ্যসূত্র
- "Bangabandhu Inter-School Basketball begins"। Dhaka Tribune। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- "U-14 Basketball begins on Friday"। Dhaka Tribune। ২২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- Anwar, Shafiq। "Games and Sports"। en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- "FIBA.basketball"। FIBA.basketball (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- Banna, Rashad (৯ জুন ২০১৬)। "Basketball in Bangladesh heading nowhere"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- "Basketball coach Sabuj suspended"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.