বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন বাংলাদেশে বাস্কেটবলের জন্য জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশের বাস্কেটবল খেলা পরিচালনার জন্য দায়বদ্ধ।[1] ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি।[2]

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ১৯৭২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।[3] এটি এফআইবিএর একটি সহযোগী সদস্য (ফেডারেশন ইন্টারনেশনাল ডি বাস্কেটবল বাস্কেটবল অ্যামেচার)।[4] ফেডারেশন বাংলাদেশের একমাত্র সক্রিয় বাস্কেটবল জিমনেসিয়াম ধানমন্ডি কাঠের ফ্লোর জিমনেসিয়ামের মালিক। এটি প্রস্তাবিত শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠ হারাতে বসেছে।[5]

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০১৮ সালের নভেম্বরে একজন মহিলা খেলোয়াড়কে লাঞ্ছিত করার অভিযোগে জাতীয় মহিলা বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে।[6]

তথ্যসূত্র

  1. "Bangabandhu Inter-School Basketball begins"Dhaka Tribune। ৬ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  2. "U-14 Basketball begins on Friday"Dhaka Tribune। ২২ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  3. Anwar, Shafiq। "Games and Sports"en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  4. "FIBA.basketball"FIBA.basketball (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  5. Banna, Rashad (৯ জুন ২০১৬)। "Basketball in Bangladesh heading nowhere"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  6. "Basketball coach Sabuj suspended"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.