বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (এছাড়াও সংক্ষেপে বিএফএফ এবং বাফুফে নামে পরিচিত) হচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৭৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিকটবর্তী বিএফএফ ভবনে অবস্থিত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৫ জুলাই ১৯৭২ (1972-07-15)[1]
সদর দপ্তরঢাকা, বাংলাদেশ
ফিফা অধিভুক্তি১৯৭৬[1]
এএফসি অধিভুক্তি১৯৭৪
সাফ অধিভুক্তি১৯৯৭
সভাপতিকাজী সালাউদ্দিন
সহ-সভাপতিআব্দুস সালাম মুর্শেদী
ওয়েবসাইটbff.com.bd

এই সংস্থাটি বাংলাদেশের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং ফেডারেশন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। ২০১৫ সালে সংস্থাটি এএফসি থেকে অ্যাসপায়ারিং মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার এর পুরস্কার জয়লাভ করেছে।[2] বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ আবু নাঈম সোহাগ।[3]

ইতিহাস

১৯৭২ সালের ১৫ই জুলাই তারিখে তৎকালীন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই বাফুফের প্রথম সভাপতি এবং ওয়ারী ক্লাবের আবুল হাসেম প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে সংস্থাটি ফুটবলের আঞ্চলিক সংস্থা এএফসি এবং ১৯৭৪-এ আন্তর্জাতিক সংস্থা ফিফার সদস্য পদ পায় বাংলাদেশ ফুটবলের ফেডারেশনের সর্বোচ্চ সংস্থা। ১৯৮২–৮৬ ও ১৯৯৮–২০০২ সালে দুই দফায় বাংলাদেশ এএফসির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছিল। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ১৯৯০–৯৪ সালের জন্য এএফসির সহ-সভাপতিও নির্বাচিত হন। ফুটবল ফেডারেশন ১৯৪৮ সাল থেকে ঢাকা ফুটবল লিগের আয়োজন করে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও উক্ত লিগ ধারাবাহিকতা ধরে রেখেছে।

কর্মকর্তা

১৫ অক্টোবর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থাননাম
সভাপতিকাজী সালাউদ্দিন
জ্যেষ্ঠ সহ-সভাপতিআব্দুস সালাম মুর্শেদী
সহ-সভাপতিকাজী নাবিল আহমেদ
আতাউর রহমান ভূঁইয়া
ইমরুল হাসান
মহিউদ্দিন আহমেদ মহি
সাধারণ সম্পাদকমোহাম্মদ আবু নাইম সোহাগ
কোষাধ্যক্ষমোহাম্মদ আবু হোসেন
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালকপল স্মলি
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)হাভিয়ের কাবরেরা
জাতীয় দলের কোচ (নারী)গোলাম রব্বানী ছোটন
রেফারি সমন্বয়কারীআজাদ রহমান

প্রতিযোগিতা

সক্রিয়

২০২২ অক্টোবর পর্যন্ত হালনাগাদকৃত।

বর্তমানে বাফুফে দ্বারা পরিচালিত প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে:

প্রতিযোগিতাপ্রথম মৌসুমবর্তমান চ্যাম্পিয়নমন্তব্য
বিপিএল২০০৭বসুন্ধরা কিংস মহিলাদেশের শীর্ষ পর্যায়ের পেশাদার ফুটবল লিগ
বিসিএল২০১২ফর্টিস ফুটবল ক্লাবদেশের ২য় স্তরের পেশাদার ফুটবল লীগ
সিনিয়র ডিভিশন লিগ১৯৪৮কাওরান বাজার প্রগতি সংঘদেশের ৩য় স্তরের পেশাদার ফুটবল লিগ
ফেডারেশন কাপ১৯৮০আবাহনী লিমিটেড ঢাকাদেশের শীর্ষ ক্লাবগুলোর কাপ ফুটবল প্রতিযোগিতা
সুপার কাপ২০০৯আবাহনী লিমিটেড ঢাকাদেশের সর্বোচ্চ বাজেটের কাপ ফুটবল প্রতিযোগিতা
অগ্রগামী ফুটবল লীগ১৯৮৭বরিশাল ফুটবল একাডেমিদেশের তৃণমূল পর্যায়ের ক্লাব ফুটবল লিগ
স্বাধীনতা কাপ১৯৭২আবাহনী লিমিটেড ঢাকাদেশের শীর্ষ ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতা
বঙ্গবন্ধু গোল্ডকাপ১৯৯৬-৯৭ফিলিস্তিনআন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ২০১৯বাংলাদেশ/লাওস যৌথ চ্যাম্পিয়ন আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল টুর্নামেন্ট
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ২০১৫তেরেঙ্গানু এফসিআন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট
বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা২০১৪নোফেল স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৯দেশের যুব অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্ট
বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ২০২১-২২শেখ জামাল ডিসি অনূর্ধ্ব-১৮দেশের শীর্ষ সারির ক্লাব যুব অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ
বাফুফে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট২০২১-২২কাওরান বাজার অনূর্ধ্ব-১৬ পিএসদেশের ২য় স্তরের ক্লাব যুব অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট
শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ২০২১-২২ওয়ারী থানাদেশের মহানগর থানা ফুটবল প্রতিযোগিতা
বাংলাদেশ মহিলা ফুটবল লিগ২০১১বসুন্ধরা কিংসদেশের নারী পেশাদার ক্লাব ফুটবল লিগ
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ২০০০বাংলাদেশ সেনাবাহিনীদেশের জাতীয় সেমি-প্রফেশনাল ফুটবল লীগ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ২০১৫সমাজ কল্যাণ কে.এসদেশের ৪র্থ স্তরের পেশাদার ক্লাব ফুটবল লিগ
ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগ২০০৩ওয়ারী ক্লাব ঢাকাদেশের ৫ম স্তরের পেশাদার ক্লাব ফুটবল লিগ

বিলুপ্ত

পূর্বে বাফুফে দ্বারা পরিচালিত প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে:

প্রতিযোগিতাপ্রথম মৌসুমশেষ মৌসুমসর্বশেষ চ্যাম্পিয়নমন্তব্য
আগা খান কাপ১৯৫৮১৯৮১/১৯৮২ব্যাংকক ব্যাংক এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন

[১-১ ড্রয়ের পর ভাগ করা]

শের-ই-বাংলা কাপ১৯৭৫১৯৯৪ভোলাসেমি-প্রো কাপ যার শেষ মরসুম ছিল ১৯৯৪ সালে

স্টেডিয়াম

অফিসিয়াল অংশীদার

বাংলাদেশে টাটা গাড়ির একমাত্র পরিবেশক নিটোল-টাটা ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে সরকারী স্পনসর ছিল।

এপ্রিল ২০০৮-এ, বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্পনসরশিপ হিসাবে তিন বছরের জন্য একটি বহুজাতিক মোবাইল অপারেটর কোম্পানি, সিটিসেল (প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড) থেকে তিন বছরের জন্য BDT 16,00,00,000 (US$22,85,714 appx এর সমতুল্য) সুরক্ষিত করে , যা। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে ফুটবল স্পন্সরশিপের অর্থ রক্ষায় এটি একটি রেকর্ড।

পরবর্তীতে ২০১০ সালে, এটি BFF এর টুর্নামেন্টের স্পনসরশিপের জন্য গ্রামীণফোন - দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর-এর সাথে চুক্তি করে।

বাফুফে এক বছরের জন্য US$70,000 সুরক্ষিত করে যখন নিটল-টাটা আবার ২০১৩-১৪ মৌসুমের জন্য অফিসিয়াল স্পনসর হয়ে ওঠে।

১৩ মার্চ ২০২২-এ দুই বছরের চুক্তির পর পুস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পানীয় অংশীদার হয়ে ওঠে।[4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০
  2. "AFC Aspiring MA of the Year 2015: Bangladesh"the-AFC.com। ২৯ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৭
  3. http://www.sangbad.com.bd/?view=details&type=gold&data=Career&pub_no=897&menu_id=18&news_type_id=1&val=84314%5B%5D
  4. Report, Star Sports (মার্চ ১৩, ২০২২)। "Pusti for Bangladesh footballers"The Daily Star

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.