বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশের জ্যেষ্ঠতম এবং সর্বোচ্চ স্থান অর্জন পুলিশ অফিসার এবং বাংলাদেশ পুলিশের প্রধান, যিনি সারা দেশে সব পুলিশ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন করেন এবং বাংলাদেশ সরকার চার বছরের মেয়াদে নিযুক্ত হন।
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক | |
---|---|
আইজিপি | |
মেয়াদকাল | ৪ বছর |
গঠন | ১৯৭১ |
প্রথম | আবদুল খালেক |
ডেপুটি | অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি ) |
ওয়েবসাইট | www |
আইজিপিদের তালিকা
বাংলাদেশ পুলিশ প্রধান একজন মহাপরিদর্শক, যা বাংলাদেশ পুলিশের একমাত্র তিন তারকা র্যাঙ্ক। এটি একাত্তরের পর থেকে পুলিশের মহাপরিদর্শকের একটি তালিকা:[1]
ক্রমিক | নাম | অধিকৃত কার্যালয় | পদত্যাগ |
---|---|---|---|
১ | আবদুল খালেক | ১৭ এপ্রিল ১৯৭১ | ২৩ এপ্রিল ১৯৭৩ |
২ | এ রহিম | ২৩ এপ্রিল ১৯৭৩ | ৩১ ডিসেম্বর ১৯৭৩ |
৩ | এএইচএম নুরুল ইসলাম | ৩১ ডিসেম্বর ১৯৭৩ | ২১ নভেম্বর ১৯৭৫ |
৪ | হোসাইন আহমেদ | ২১ নভেম্বর ১৯৭৫ | ২৬ আগস্ট ১৯৭৮ |
৫ | এবিএমজি কিবরিয়া | ২৬ আগস্ট ১৯৭৮ | ৭ ফেব্রুয়ারি ১৯৮২ |
৬ | এএমআর খান | ৮ ফেব্রুয়ারি ১৯৮২ | ৩১ জানুয়ারী ১৯৮৪ |
৭ | ই.এ. চৌধুরী | ১ ফেব্রুয়ারি ১৯৮৪ | ৩০ ডিসেম্বর ১৯৮৫ |
৮ | এ আর খন্দকার | ৩১ ডিসেম্বর ১৯৮৬ | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ |
৯ | তৈয়ব উদ্দিন আহমেদ | ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ | ৮ জানুয়ারী ১৯৯১ |
১০ | এ এম চৌধুরী | ৮ জানুয়ারী ১৯৯১ | ২০ জুলাই ১৯৯১ |
১১ | এনামুল হক | ১৬ অক্টোবর ১৯৯১ | ৮ জুলাই ১৯৯২ |
১২ | এএসএম শাহজাহান | ৮ জুলাই ১৯৯২ | ২২ এপ্রিল ১৯৯৬ |
১৩ | এম. আজিজুল হক | ২২ জুলাই ১৯৯৬ | ১৬ নভেম্বর ১৯৯৭ |
১৪ | মোঃ ইসমাইল হোসেন | ১৬ নভেম্বর ১৯৯৭ | ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ |
১৫ | এ.ওয়াই.বি আই সিদ্দিকী | ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ | ৭ জুন ২০০০ |
১৬ | মুহাম্মদ নুরুল হুদা | ৭ জুন ২০০০ | ৬ নভেম্বর ২০০১ |
১৭ | মোদাব্বির হোসেন চৌধুরী | ১৬ নভেম্বর ২০০১ | ২২ এপ্রিল ২০০৩ |
১৮ | শাহুদুল হক | ২২ এপ্রিল ২০০৩ | ১৫ ডিসেম্বর ২০০৪ |
১৯ | আশরাফুল হুদা | ১৫ ডিসেম্বর ২০০৪ | ৭ এপ্রিল ২০০৫ |
২০ | মোহাম্মদ হাদিস উদ্দিন | ৭ এপ্রিল ২০০৫ | ৭ মে ২০০৫ |
২১ | আব্দুল কাইয়ুম | ৭ মে ২০০৫ | ৬ জুলাই ২০০৬ |
২২ | আনোয়ারুল ইকবাল | ৬ জুলাই ২০০৬ | ২ নভেম্বর ২০০৬ |
২৩ | খোদা বকশ চৌধুরী | ২ নভেম্বর ২০০৬ | ২৯ জানুয়ারী ২০০৭ |
২৪ | নুর মোহাম্মদ | ২৯ জানুয়ারী ২০০৭ | ৩১ আগস্ট ২০১০ |
২৫ | হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসি | ৩১ আগস্ট ২০১০ | ৩১ ডিসেম্বর ২০১৪ |
২৭ | এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম | ৩১ ডিসেম্বর ২০১৪ | ৩০ জানুয়ারী ২০১৮ [2][3][4] |
২৮ | মোহাম্মদ জাবেদ পাটোয়ারী | ৩০ জানুয়ারী ২০১৮ | ১৫ এপ্রিল ২০২০ [5][6][7] |
২৮ | ড. বেনজীর আহমেদ | ১৫ এপ্রিল ২০২০ | ৩০ সেপ্টেম্বর ২০২২ [8] |
২৯ | চৌধুরী আবদুল্লাহ আল মামুন | ৩০ সেপ্টেম্বর ২০২২ | বর্তমান |
তথ্যসূত্র
- "Former IGPs"। www.police.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-০২।
- "Bangladesh Police"। www.police.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- "Shahidul new IGP, Benazir RAB DG"। Banglanews24.com। ৩০ ডিসেম্বর ২০১৪। ২০১৮-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- "New IGP, RAB DG, DMP commissioner named in a major police shake-up"। ২০১৬-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৭।
- "IGP: Police stations will be the center of service"। Dhaka Tribune। ২০১৯-০২-০৬। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- "IGP asks police to monitor social media during Durga Puja"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৯-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- "Javed Patwary new IGP"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৭।
- "আইজিপির ব্যাজ পেলেন বেনজীর"। bdnews24.com। ১৫ এপ্রিল ২০২০। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.