বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাংলাদেশের জনমিতি, অর্থনীতি, এবং অন্যান্য ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা এবং তথ্য পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থা[1] এটি বাংলাদেশ সরকারের সকল ধরনের জরিপ কার্যক্রম চালায় এবং তথ্য প্রদান করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
প্রাতিষ্ঠানিক লোগো
সংক্ষেপেবিবিএস
গঠিতআগস্ট, ১৯৭৪
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
সদরদপ্তরপরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকা
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
মহাপরিচালক
মোঃ মতিয়ার রহমান
প্রধান অঙ্গ
পরিকল্পনা মন্ত্রণালয়
প্রধান প্রতিষ্ঠান
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
ওয়েবসাইটবিবিএস

ইতিহাস ও গঠন

যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পরিসংখ্যান ব্যবস্থা চালু ছিলো, কিন্তু তাতে প্রায়ই ভুল-ত্রুটি পরিলক্ষিত হতো। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালের আগস্ট মাসে পূর্ববর্তী বৃহত্তর চারটি পরিসংখ্যান সংস্থার (পরিসংখ্যান ব্যুরো, কৃষি পরিসংখ্যান ব্যুরো, কৃষি শুমারি কমিশন এবং আদমশুমারি কমিশন) অবলুপ্তি ঘটিয়ে "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো" প্রতিষ্ঠা করা হয়।

জুলাই, ১৯৭৫ সালে প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ গঠন করা হয়। পরবর্তীতে পরিসংখ্যান বিভাগকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এ রূপান্তর করা হয়। পরিসংখ্যান ব্যুরো বর্তমানে এই বিভাগের অধীনে কাজ করছে।

এটির সদরদপ্তর ঢাকা। ২০১৩ সাল পর্যন্ত ২৩টি আঞ্চলিক পরিসংখ্যান অফিস, ৪৮৯টি উপজেলা/থানা অফিস ছিল। বর্তমানে ৮টি বিভাগীয় পরিসংখ্যান অফিস (ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেটময়মনসিংহ), ৬৪টি জেলা পরিসংখ্যান অফিস এবং ৪৮৯টি উপজেলা অফিস রয়েছে। ২০১৩ সালে আঞ্চলিক অফিসসমূহ বিলুপ্ত করা হয়।

উইংসমূহ

উইংয়ের নাম পরিচালক
এগ্রিকালচার উইং[2] আলাউদ্দিন আল আজাদ
সেন্সাস উইং[3] মোহাম্মদ আবদুল কাদির মিয়া
কম্পিউটার উইং[4] আবুল কালাম আজাদ
ডেমোগ্রাফি এন্ড হেলথ উইং[5] মোঃ মাসুদ আলম
ন্যাশনাল একাউন্টিং উইং[6] জিয়াউদ্দীন আহমেদ
ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং[7] আবুল কালাম আজাদ
ফিন্যান্স, এডমিনিস্ট্রেশন এন্ড এমআইএস[8] মোঃ এমদাদুল হক
স্ট্যাটিসটিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট[9] ড. মোঃ শাহাদাৎ হোসেন

বিভিন্ন শুমারি ও জরিপ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে উল্লেখযোগ্য যে সকল শুমারি ও জরিপ হয় তা হচ্ছে:

শুমারি

  1. জনশুমারি ও গৃহগণনা
  2. কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি
  3. অর্থনৈতিক শুমারী

জরিপ

  1. ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্প [10]
  2. ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্প
  3. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ
  4. ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন এন্ড রিবেজিং অব ইন্ডিসিস প্রকল্প
  5. ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অব স্ট্যাটিস্টিকস ইমপ্লিমেন্টশন সাপোর্ট প্রজেক্ট
  6. জাতীয় প্রতিব্ন্ধী ব্যক্তি জরীপ ২০১৯ প্রকল্প

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর, সম্পাদকগণ (২০১২)। "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওএল 30677644Mওসিএলসি 883871743
  2. "এগ্রিকালচার উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  3. "সেন্সাস উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  4. "কম্পিউটার উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  5. "ডেমোগ্রাফি এন্ড হেলথ উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  6. "ন্যাশনাল একাউন্টিং উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  7. "ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  8. "এমআইএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  9. "স্টাফ ট্রেইং ইন্সটিটিউট, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
  10. "এনএইচডি প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.