বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন হল তায়কোয়ান্দোর জন্য জাতীয় ফেডারেশন এবং এটি বাংলাদেশের তায়কোয়ান্দো ক্রীড়া পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত।[1] কাজী মোর্শেদ হোসেন সভাপতি এবং মাহমুদুল ইসলাম রানা বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক।[2]
![]() বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের লোগো | |
গঠিত | ১৯৯৭ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন |
ইতিহাস
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[3] ২০১৯ সালের জানুয়ারীতে, দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনকে সরঞ্জাম দান করেছে।[4] ডিসেম্বরে ২০১৯ সালে, দীপু চাকমা ১৩ তম দক্ষিণ এশীয় গেমসে তাইকওয়ান্দোতে স্বর্ণপদক জেতা প্রথম বাংলাদেশী হন।[5][6]
তথ্যসূত্র
- "Korea Ambassador Cup Taekwondo next month"। The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- "Nat'l Taekwondo: Army champs in men's senior events"। UNB (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- "Taekwondo gains popularity in Bangladesh"। THEAsiaN। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- "Bangladesh Taekwondo Federation receive donation from South Korean Government"। insidethegames.biz। ২৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- "SAG2019: Dipu Chakma wins first gold for Bangladesh in taekwondo"। Dhaka Tribune। ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
- "Dipu seals gold in Int'l Taekwondo"। Dhaka Tribune। ১৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.