বাংলাদেশ ডেভিস কাপ দল
বাংলাদেশ ডেভিস কাপ টিম ডেভিস কাপ টেনিসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং এটি বাংলাদেশ টেনিস ফেডারেশনের অধীনে।
ইতিহাস
বাংলাদেশ ১৯৮৬ ডেভিস কাপে তাদের অভিষেক করে।১৯৮৯ আসরে দলটি এশিয়া/ওশেনিয়া গ্রুপ II এর সেমি-ফাইনালিস্ট হয়।[1] বাংলাদেশ ১৯৯৯ গ্রুপ IV এর স্বাগতিক হয় এবং আসরে গ্রুপ রানারস-আপ হয়।বাংলাদেশী খেলোয়াড় মোহাম্মদ আখতার হোসাইন ডেভিস কাপের ইতিহাসে সবচেয়ে অল্পবয়স্ক খেলোয়াড়।২০০৩ আসরের খেলার সময় তার বয়স ছিলো ১৩ বছর ৩২৬ দিন।
বর্তমান দল
- শিবু লাল
- শ্রী অমল রায়
- রঞ্জন রাম
- শ্রী বিপ্লব রাম
আরো দেখুন
তথ্যসূত্র
- "Davis Cup - Page Not Found"। www.daviscup.com।
বহিঃসংযোগ
- ডেভিস কাপের আনুষ্ঠানিক ওয়েবসাইট, DavisCup.com এ দলের পাতা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.