বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বাংলাদেশের টেবিল টেনিস খেলা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একটি জাতীয় ফেডারেশন।[1]

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
গঠিত১৯৭৬
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটবাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন

ইতিহাস

ফেডারেশনটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি এশিয়ান টেবিল টেনিস ফেডারেশন এবং ওয়ার্ল্ড টেবিল টেনিস ফেডারেশনের একটি অনুমোদিত প্রতিষ্ঠান। বাংলাদেশে ক্রিকেট ও ফুটবলের পরই এটি জনপ্রিয় খেলা বলে ধারণা করা হয়।[2] ২০১৯ সালে, বাংলাদেশের শীর্ষ টেবিল টেনিস খেলোয়াড়রা অব্যবস্থাপনার অভিযোগে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মনিরের পদত্যাগের দাবি জানান।[3]

তথ্যসূত্র

  1. "National TT from Feb 22"theindependentbd.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  2. Faroqi, Gofran। "Table Tennis"en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
  3. "Table tennis players versus Monir"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.