জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি: National University) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২,২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যসকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী
ধরনপাবলিক
স্থাপিত১৯৯২
অধিভুক্তিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যড. মো: মশিউর রহমান[1]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২,০০০
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১,৮০০
শিক্ষার্থী২৮ লাখ (২০১৭)[2]
অবস্থান, ,
২৩.৯৫০৫০৪° উত্তর ৯০.৩৭৯৯৮৩° পূর্ব / 23.950504; 90.379983
শিক্ষাঙ্গনসারাদেশে অধিভুক্ত কলেজসমূহ
ওয়েবসাইটwww.nu.ac.bd
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যানার
মানচিত্র

ইতিহাস

ঢাকা, চট্টগ্রামরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরীণ শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূক্ত কলেজগুলোর মান উন্নয়নে লক্ষ্যে ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়।[3][4][5]

অনুষদ ও বিভাগসমূহ

কলা অনুষদ

সামাজিকবিজ্ঞান অনুষদ

ব্যবসায় শিক্ষা অনুষদ

  • ব্যবসায় প্রশাসনে স্নাতক (প্রফেশনাল)
  • পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল)
  • এভিয়েশন ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল)
  • ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ

বিজ্ঞান অনুষদ

প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ

অ্যারোনটিকাল প্রকৌশল অনুষদ

  • অ্যারোনটিকাল এন্ড এভিয়েশন সাইন্স

ফ্যাশন ডিজাইন অনুষদ

  • এ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলোজি
  • ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ
  • নিট পোশাক প্রস্তুত ও প্রযুক্তি বিভাগ

আইন অনুষদ

  • আইন বিভাগ

শিক্ষা অনুষদ

  • শিক্ষায় স্নাতক

চারুকলা অনুষদ

  • ব্যাচলর অব ফাইন আর্টস

মিডিয়া অধ্যয়ন অনুষদ

  • থিয়েটার ও গণমাধ্যম অধ্যয়ন

শিক্ষা কার্যক্রম

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ (২০১৩-১৪) নতুন সিলেবাসের মাধ্যমে চার (৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক (১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স এবং চার(৪) বছর মেয়াদি স্নাতক(সম্মান) প্রফেশনাল কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিল. এর ব্যবস্থাও আছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ

নং নাম কার্যকাল
মুহাম্মদ আবদুল বারী ১৯৯২-১৯৯৬
আমিনুল ইসলাম ১৯৯৬-২০০০
দুর্গাদাস ভট্টাচার্য ২০০০-২০০১
আবদুল মমিন চৌধুরী ২০০১-২০০৩
আফতাব আহমাদ ২০০৩-২০০৫
ওয়াকিল আহমদ ২০০৫-২০০৭
সৈয়দ রাশিদুল হাসান ২০০৭-২০০৮
এম মোফাখ্খারুল ইসলাম ২০০৮-২০০৯
কাজী শহীদুল্লাহ ২০০৯-২০১৩
১০ হারুন-অর-রশিদ ২০১৩-২০২১
১১ মশিউর রহমান ২০২১-বর্তমান

সমাবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ২০১৭ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির আচার্য, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।[6]

বিকেন্দ্রীকরণ

২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় স্নাতক (সম্মান) পড়ানো হয় এমন সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন। এ বিষয়ে ইউজিসি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সম্প্রতি এক সভায় উপাচার্যরাও এর পক্ষে মত দেন। যার ফলশ্রুতিতে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার সাত সরকারি কলেজকে "জাতীয় বিশ্ববিদ্যালয়" হতে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ

সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা ২ হাজার ২৫০টি। যার মধ্যে ৮৫৭ টি কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়, যার মোট আসন সংখ্যা ৪ লক্ষ ২০ হাজারের অধিক। স্নাতকোত্তর পড়ানো হয় ১৪৫ টি কলেজে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মশিউর রহমান"বাংলা ট্রিবিউন। ৩০ মে ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১
  2. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের শিক্ষাগত যোগ্যতা প্রশ্নবিদ্ধ"প্রথম আলো। ৮ জানুয়ারি ২০১৫। ১২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫
  3. প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এডুকেশন নিউজ টুয়েন্টিফোর ডট নেট
  4. "১৷ সংক্ষিপ্ত শিরোনামা, প্রবর্তন ও প্রয়োগ"minlaw.gov.bd
  5. "Brief History - National University"nu.edu.bd। ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫
  6. "অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন"দৈনিক ইনকিলাব। ২৩ জানুয়ারি ২০১৭। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.