বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন হলো বাংলাদেশের জাতীয় গাইডিং সংস্থা। ২০০৩ সালের হিসাব মতে, এর সদস্য সংখ্যা ৪৯,৯৭৫ জন। ২০১৮ সালে এ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪,০০,০০০ (চার লক্ষ)। [1]

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন
প্রধান অফিসবেইলী রোড, ঢাকা
দেশবাংলাদেশ
প্রতিষ্ঠিত১৯৭৩
সদস্য৪৯,৯৭৫
অন্তর্ভুক্তিবিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থা

ইতিহাস

বাংলাদেশে গার্ল গাইড ১৯২৮ সালে শুরু হয়েছিল। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের গার্ল গাইড পাকিস্তান গার্ল গাইড অ্যাসোসিয়েশনের শাখায় রুপান্তরিত হয়। পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার পর, শাখা সংগঠনটি একটি স্বাধীন জাতীয় সংগঠন হিসেবে পুনরায় সংগঠিত হয়। একটি জাতীয় সংস্থা হিসেবে সংগঠনটি ১৯৭২ সালে জাতীয় সংসদের অনুমোদন লাভ করে। ১৯৭৩ সালে এই সংস্থাকে মেয়েদের শিক্ষামূলক প্রতিষ্ঠানরূপে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। একই বছর সংগঠনটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটের সদস্যপদ লাভ করে। [2][3]

কর্মসূচি

বাংলাদেশে ১০টি অঞ্চলের মাধ্যমে গার্ল গাইডস্ কর্মসূচি পরিচালিত হয়। অঞ্চলগুলো হলো:

  1. রাজধানী/ঢাকা শহর,
  2. ঢাকা,
  3. খুলনা,
  4. চট্টগ্রাম,
  5. বরিশাল,
  6. রাজশাহী
  7. সিলেট
  8. কুমিল্লা
  9. রংপুর
  10. ময়মনসিংহ[4]

আরও দেখুন

তথ্যসূত্ৰ

  1. "Girl Guides"Girl Guides | theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২
  2. "The Bangladesh Girl Guides Association Act, 1973"Legislative and Parliamentary Affairs Division, Ministry of Law, Justice and Parliamentary Affairs। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৯
  3. "Bangladesh Girls Guide Association - Banglapedia"en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০১
  4. "বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন"www.girlguides.org.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.