বাংলাদেশ এ ক্রিকেট দল

বাংলাদেশ এ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অন্যতম ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরের স্থানে অবস্থানকারী এ দলটি বাংলাদেশের দ্বিতীয় সারির দল হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত। ২০০১-০২ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে পাকিস্তানের পূর্ণাঙ্গ দলের বিপক্ষে প্রথম খেলেতে নেমেছিল।[1]

বাংলাদেশ এ ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কনাসির হোসেন
মালিকবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
দলের তথ্য
প্রতিষ্ঠা২০০১
দাপ্তরিক ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

১৮ মার্চ, ২০১৪ তারিখে আইসিসি টুয়েন্টি২০ বিশ্বকাপের জন্য পূর্ব-নির্ধারিত প্রস্তুতিমূলক খেলায় দলটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অংশগ্রহণ করে। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দিন-রাতের ক্রিকেট খেলায় তারা ৯ বল বাকী থাকতেই ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মুক্তার আলী (৩৫*) ও সেরা বোলিং প্রদর্শন করেন তাইজুল ইসলাম (৩/১২)।[2]

দলের সদস্য

ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি একদিনের ক্রিকেট ও ২টি টুয়েন্টি২০ খেলার জন্য ১০ মে, ২০১৪ তারিখে ঘোষিত দলের বর্তমান সদস্যগণ হলেন -

নাসির হোসেন (অঃ), নাঈম ইসলাম, ইমরুল কায়েস, শামসুর রহমান, মমিনুল হক, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান (উইঃ), সোহাগ গাজী, মুক্তার আলী, ইলিয়াস সানি, রবিউল ইসলাম, শুভাশিস রায়তাইজুল ইসলাম[3]

এছাড়াও নিম্নবর্ণিত খেলোয়াড়গণ গত এক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন: সৌম্য সরকার, জুনায়েদ সিদ্দিকী, মিঠুন আলী, শুভগত হোম, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ শহীদ, আরাফাত সানি, তাসকিন আহমেদ

তথ্যসূত্র

  1. "First-Class Matches played by Bangladesh A". CricketArchive. Retrieved 21 March 2014.
  2. " World T20 Warm-up Matches, 2013/14 / Scorecard". espncricinfo.com. Retrieved 21 March 2014.
  3. "Bangladesh / News"। ১০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৪ অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.