বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট যা একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যা বাংলাদেশে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে গবেষণা পরিচালনা করে। [1][2][3] রাস্ট্রদূত তারিক আহমদ করিম ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বর্তমান মহাপরিচালক।[4]
![]() | |
গঠিত | ১৯৭৮ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
চেয়ারম্যান | রাস্ট্রদূত তারিক আহমদ করিম |
মহাপরিচালক | মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১৯৭৮ সালে প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। [1] বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। [5]
তথ্যসূত্র
- Sabur, AKM Abdus। "Bangladesh Institute of International and Strategic Studies"। en.banglapedia.org। Banglapedia। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬।
- "Xi's APEC speech hailed in Bangladesh as ushering in new era for Asia-Pacific, global growth - Global Times"। globaltimes.cn। Global Times। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬।
- "Bangladesh against conflict in Indian Ocean"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬।
- "Bangladesh Institute of International and Strategic Studies"। www.biiss.org। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৭।
- "Research to find 'vulnerable point' that drives Bangladeshi youths to extremism: Psychiatrist"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.