বাংলাদেশের শিক্ষা বোর্ড

বাংলাদেশের শিক্ষা বোর্ড দেশের তিন স্তরবিশিষ্ট শিক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর পরিচালনার জন্যে গঠিত জেলাভিত্তিক শিক্ষা বোর্ড। উক্ত বোর্ডসমূহ ৬ বছর মেয়াদি প্রাথমিক, ৭ বছর মেয়াদি মাধ্যমিক (এর মধ্যে ৩ বছর মেয়াদী জুনিয়র, ২ বছর মেয়াদি মাধ্যমিক) এবং ২ বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপদ্ধতি নিয়ন্ত্রণ করে থাকে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ এই বোর্ডসমূহের তত্বাবধানে অনুষ্ঠিত হয়।[1] বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত এবং পরিচালিত শিক্ষা বোর্ডসমূহ নিম্নলিখিত:

সংক্ষেপে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

সাধারণ শিক্ষা বোর্ড

বাংলাদেশের বিভিন্ন জেলায় ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে। এগুলো জেলাভিত্তিক নামকরণের মাধ্যমে পরিচিত। সাধারণ শিক্ষাবোর্ডের দপ্তর উক্ত জেলায় অবস্থিত। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ভবন, ঢাকা থেকে এইসব বোর্ডেসমূহের কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করা হয়।

জেলাভিত্তিক শিক্ষা বোর্ড
শিক্ষা বোর্ডস্থাপিতঅর্ন্তভুক্ত জেলাওয়েবসাইট
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা৭ মে ১৯২১ঢাকাdhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী১৯৬২রাজশাহীrajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা১৯৬২কুমিল্লাcomillaboard.portal.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর১৯৬২যশোরjessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম১৯৯৫চট্টগ্রামbise-ctg.portal.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল১৯৯৯বরিশালbarisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট১৯৯৯সিলেটsylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর২০০৬দিনাজপুরdinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ২০১৭ময়মনসিংহmymensingheducationboard.gov.bd [2]

কওমি শিক্ষা বোর্ড

কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় দাওরায়ে হাদীস ( স্নাতকোত্তর ) পরীক্ষা গ্রহণের জন্য একটি শিক্ষাবোর্ড এবং অন্যান্য কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের জন্য ৬টি শিক্ষাবোর্ড রয়েছে।

দাওরায়ে হাদিসের শিক্ষাবোর্ড
নাম স্থাপিত জেলা ওয়েবসাইট
আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ ১১ এপ্রিল ২০১৮ ঢাকা হাইয়া
অন্যান্য শিক্ষাবোর্ড
নাম স্থাপিত জেলা ওয়েবসাইট
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ১৯৭৮ ঢাকা বেফাক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ আগস্ট ২০২০ তারিখে
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ১৯৫৯ চট্টগ্রাম ইত্তেহাদ
আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ ১৯৪১ সিলেট দ্বীনী এদারা
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা ১৯৭৬ গহরডাঙ্গা
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ ১৯৯৫ উত্তরবঙ্গ
জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ ২০১৬ ঢাকা

অন্যান্য শিক্ষা বোর্ড

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পর্যায়ে কারিগরী শিক্ষাক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং মাদ্রাসা পর্যায়ের পাঠ্যক্রম ও পরীক্ষা নিয়ন্ত্রণের জন্যে রয়েছে আলাদা ২ টি শিক্ষা বোর্ড।

অন্যান্য শিক্ষা বোর্ড
শিক্ষা বোর্ডস্থাপিতজেলাওয়েবসাইট
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড৭ মার্চ ১৯৬৭ঢাকাbteb.gov.bd
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড১৯৭৯ঢাকাbmeb.gov.bd

এছাড়াও, সরকারি, বেসরকারি, এনজিওচালিত সহ সকল স্তরের শিক্ষাক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং কিন্ডারগার্টেনের পাঠ্যক্রম ও পরীক্ষা নিয়ন্ত্রণের জন্যে রয়েছে শিক্ষা গবেষণা ও উন্নয়ন পর্ষদ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা"। bangladesh.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৯
  2. নিজস্ব প্রতিবেদক (জানুয়ারি ১৩, ২০১৭)। "ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদন"। ময়মনসিংহ: দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩১, ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.