বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ এবং তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান। রাষ্ট্রীয় ক্ষমতায় অসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক সেই মনোনয়ন গৃহীত হলে 'যুব ও ক্রীড়া মন্ত্রী ' হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।[1][2]
![]() যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল | |
মন্ত্রণালয় রূপরেখা | |
---|---|
অধিক্ষেত্র | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা-১০০০, বাংলাদেশ |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী | |
ওয়েবসাইট | moysports |
১৫ জুলাই ১৯৮৪ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হওয়ার আগে এই মন্ত্রণালয় শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিল।[3]
যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীগণ
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীদের তালিকা নিম্নরূপ:[4][3]
- রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
নির্দলীয়
ক্রম | নাম | প্রতিকৃতি | পদবী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
---|---|---|---|---|---|---|
১ | মোহাম্মদ ইউসুফ আলী | ![]() |
মন্ত্রী | ১৩ জানুয়ারি ১৯৭২ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২ | তাহেরউদ্দিন ঠাকুর | প্রতিমন্ত্রী | বাংলাদেশ আওয়ামী লীগ | |||
৩ | আবুল ফজল | ![]() |
উপদেষ্টা | নির্দলীয় | ||
৪ | শামসুল হুদা চৌধুরী | মন্ত্রী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
৫ | আমিরুল ইসলাম কালাম | প্রতিমন্ত্রী | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |||
৬ | নুর মোহাম্মদ | প্রতিমন্ত্রী | জাতীয় পার্টি | |||
৭ | শফিকুল গনি স্বপন | প্রতিমন্ত্রী | ৮ মার্চ ১৯৮৪ | ১৫ জানুয়ারি ১৯৮৫ | জাতীয় পার্টি | |
৮ | জাকির খান চৌধুরী | মন্ত্রী | ২৪ মার্চ ১৯৮৫ | ৯ জুলাই ১৯৮৬ | জাতীয় পার্টি | |
৯ | মোস্তফা জামাল হায়দার | প্রতিমন্ত্রী | ১৬ আগস্ট ১৯৮৭ | ২৩ ডিসেম্বর ১৯৮৭ | জাতীয় পার্টি | |
১০ | সুনীল কুমার গুপ্ত | ![]() |
মন্ত্রী | ৯ জুলাই ১৯৮৬ | ১০ ডিসেম্বর ১৯৮৮ | জাতীয় পার্টি |
১১ | শেখ শহীদুল ইসলাম | উপমন্ত্রী | ৪ জুলাই ১৯৮৫ | ৯ জুলাই ১৯৮৬ | জাতীয় পার্টি | |
প্রতিমন্ত্রী | ৯ জুলাই ১৯৮৬ | ১৬ আগস্ট ১৯৮৭ | জাতীয় পার্টি | |||
১২ | মোহাম্মদ আবদুল গাফফার হালদার | ![]() |
প্রতিমন্ত্রী | ১০ ডিসেম্বর ১৯৮৮ | ১৯ জুলাই ১৯৮৯ | জাতীয় পার্টি |
১৩ | আবুল খায়ের চৌধুরী | প্রতিমন্ত্রী | ২৭ মার্চ ১৯৮৮ | ১০ ডিসেম্বর ১৯৮৮ | জাতীয় পার্টি | |
১৪ | এ বি এম রুহুল আমিন হাওলাদার | ![]() |
রাষ্ট্রপতির উপদেষ্টা | ২৩ ডিসেম্বর ১৯৮৭ | ২৭ মার্চ ১৯৮৮ | জাতীয় পার্টি |
মন্ত্রী | ১৯ জুলাই ১৯৮৯ | ২৩ ডিসেম্বর ১৯৮৯ | জাতীয় পার্টি | |||
১৫ | নিতাই রায় চৌধুরী | প্রতিমন্ত্রী | ২ মে ১৯৯০ | ৯ সেপ্টেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
মন্ত্রী | ৯ সেপ্টেম্বর ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |||
১৬ | আলমগীর এম. এ. কবীর | ![]() |
উপদেষ্টা | ১৭ ডিসেম্বর ১৯৯০ | ১৫ মার্চ ১৯৯১ | নির্দলীয় |
১৭ | মির্জা আব্বাস | ![]() |
প্রতিমন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ১৭ মে ১৯৯১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
১৮ | সাদেক হোসেন খোকা | ![]() |
প্রতিমন্ত্রী | ১৭ মে ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
১৯ | শামসুল হক | ![]() |
উপদেষ্টা | ৩ এপ্রিল ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | নির্দলীয় |
২০ | ওবায়দুল কাদের | ![]() |
প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ |
২১ | এএসএম শাহজাহান | ![]() |
উপদেষ্টা | ১৬ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | নির্দলীয় |
২২ | ফজলুর রহমান পটল | ![]() |
প্রতিমন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ১৯ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
২৩ | সি এম শফি সামি | উপদেষ্টা | ১ নভেম্বর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ | নির্দলীয় | |
২৪ | সফিকুল হক চৌধুরী | ![]() |
উপদেষ্টা | ১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | নির্দলীয় |
২৫ | তপন চৌধুরী | ![]() |
উপদেষ্টা | ১৪ জানুয়ারি ২০০৭ | ৮ জানুয়ারি ২০০৮ | নির্দলীয় |
২৬ | মাহবুব জামিল | প্রঃ উপদেষ্টার বিঃ সহকারী | ২১ জানুয়ারি ২০০৮ | ৬ জানুয়ারি ২০০৯ | নির্দলীয় | |
২৭ | আহাদ আলী সরকার | প্রতিমন্ত্রী | ৬ জানুয়ারি ২০০৯ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২৮ | মুজিবুল হক চুন্নু | প্রতিমন্ত্রী | ২১ নভেম্বর ২০১৩ | ১২ জানুয়ারি ২০১৪ | জাতীয় পার্টি | |
২৯ | বীরেন শিকদার | ![]() |
প্রতিমন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ৭ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ |
৩০ | আরিফ খান জয় | উপমন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ৭ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩১ | জাহিদ আহসান রাসেল | ![]() |
প্রতিমন্ত্রী | ৬ জানুয়ারি ২০১৯ | চলমান | বাংলাদেশ আওয়ামী লীগ |
তথ্যসূত্র
- "যুব ও ক্রীড়া মন্ত্রণালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- "মন্ত্রণালয়/বিভাগ"। বাংলাপিডিয়া। ২২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২১।
- "নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল"। দৈনিক যুগান্তর। ৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
- "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.