বাংলাদেশের মাছের তালিকা

বাংলাদেশের সীমানার ভেতরে চার শত প্রজাতির অধিক মাছ পাওয়া যায়। মাছের দিক দিয়ে বাংলাদেশ খুব সমৃদ্ধ। মাছ উৎপাদনেও বাংলাদেশ সামনের কাতারে অবস্থান করছে। মাছে ভাতে বাঙ্গালী তাই নদী মাতৃক বাংলাদেশের চিরাচরিত প্রবাদ। প্রায় চার শতের অধিক নদী, অসংখ্য খাল, বিল, হাওর, বাওর, ডোবা, নালার বাংলাদেশে পাওয়া যায় নানা রংস্বাদের মাছ। আকার আকৃতিতে ও এরা যেমন বিচিত্র, নামগুলোও তেমনি নান্দনিক। বৌরাণী, গুলশা, তপসে, চিতল, কাকিলা, কই, শিং, পাবদা আরও কত কি!

তেলোটাকি, বাংলাদেশের একটি সংরক্ষিত মাছ

বাংলাদেশে ২৬০ প্রজাতির স্বাদুপানির (মোহনাজলসহ) এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও ১২-এর অধিক প্রজাতির চাষকৃত বিদেশী মাছ চাষের জলাশয়ে এবং ৭০-এর অধিক জাতের বিদেশী বাহারী মাছ এ্যাকুয়ারিয়ামে পাওয়া যায়। আইইউসিএন (২০০৩) এর তথ্যানুসারে বাংলাদেশে স্বাদুপানির ৫৪ প্রজাতির মাছ হুমকির সম্মুখীন। এর মধ্যে ১২ প্রজাতির মাছ ভয়ঙ্কর বিপদাপন্ন এবং ২৮ প্রজাতির মাছ বিপদাপন্ন হিসেবে চিহ্নিত।

মৎস্য অধিদপ্তর (২০০৯) এর তথ্যানুসারে বাংলাদেশে জনপ্রতি বাৎসারিক মাছ গ্রহণের পরিমাণ ১৭.২৩ কেজি, মাছের বাৎসরিক চাহিদা ২৫.৯০ লক্ষ মেট্রিক টন, জনপ্রতি মাছের বাৎসরিক চাহিদা ১৮ কেজি, প্রলিজ আমিষ সরবরাহে অবদান ৫৮ শতাংশ। বাংলাদেশে মাছের মোট উৎপাদন ২৫ লক্ষ ৬৩ হাজার ২৯৬ মেট্রিক টন। যার মধ্যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় (আহরিত) থেকে আসে ১০,৬০,১৮১ মেট্রিক টন, অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় (চাষকৃত) থেকে আসে ১০,০৫,৫৪২ মেট্রিক টন এবং সমুদ্র থেকে আসে ৪,৯৭,৫৭৩ মেট্রিক টন।

বাংলাদেশের সংরক্ষিত মাছ

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী ২৫টি প্রজাতি এবং তফসিল ২ অনুযায়ী ২৭টি প্রজাতির, মোট ৫২ প্রজাতির মাছকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আইন অনুসারে এই ৫২ প্রজাতির মাছ শিকার, বিক্রয় ও বিপণন বাংলাদেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।[1][2]

বাংলাদেশের স্বাদুপানির মাছ

বাংলাদেশে স্বাদু পানির মৎস্য প্রজাতিসমূহের বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরু হয় ১৮২২ সালে। ২০০৫ সালে এ. কে. আতাউর রহমান বাংলাদেশের স্বাদুপানির মাছকে ৫৫টি পরিবারের অধীনে ১৫৪ গণের ২৬৫টি প্রজাতিকে তালিকাভুক্ত করেছিলেন যার ভেতরে কয়েক প্রজাতির সামুদ্রিক মাছও ছিলো। সর্বশেষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ-এর ২৩ নং খণ্ডে ১৭টি বর্গের অধীন ৬১টি পরিবারের ২৫১টি প্রজাতিকে স্বাদুপানির মাছ হিসেবে উল্লেখ করা হয়েছে।[3]

বাংলাদেশের মাছ

বাংলায় নামসাধারণ ইংরেজি নামবৈজ্ঞানিক নামউৎপত্তিমাছের ছবি
তল্লা আইড়Long-whiskered catfishSperata aor স্থানীয়
এলংBengal BarbMegarasbora elangaস্থানীয়
অ্যাংগ্রাটAngrotLabeo angraস্থানীয়
জেব্রা আঞ্জুZebrafishDanio rerioস্থানীয়
আরোয়ারীMenoda catfishHemibagrus menodaস্থানীয়
বাঘাইরDwarf goonchBagarius bagariusস্থানীয়
বাইলাAwaous guamensisস্থানীয়
শাল বাইমZig-zag eel/Tire track eelMastacembelus armatusস্থানীয়
বইটকা/ঘোড়া মুইখাLabeo pangusiaস্থানীয়
দেশি ভেটকিBarramundiLates calcariferস্থানীয়
বেলিটোরাBalitora minnowPsilorhynchus balitoraস্থানীয়
হ্যামিল্টনের কোকসাRainbow minnowPsilorhynchus gracilisendemic
বামুশBengal eelOphisternon bengalenseস্থানীয়
বানেহারাIndian mottled eelAnguilla bengalensis bengalensisস্থানীয়
বাংলা ছেবলিSind danioDevario devarioস্থানীয়
বাঁশপাতা/বাটাBroad-mouthed mullet/Large-scaled mulletParamugil parmatusস্থানীয়
বাংলা ছেবলিBarred barilBarilius barilaস্থানীয়
হ্যামিল্টনের কোকসাHamilton's barilaBarilius bendelisisস্থানীয়
বাটা/বাংনাRebaLabeo arizaস্থানীয়
বাটাB a t aLabeo bataস্থানীয়
বাতাসীIndian potasiNeotropius atherinoidesস্থানীয়
বেচিWhitespot/Blue panchaxAplocheilus panchaxস্থানীয়
বেলেScribbled gobyAwaous grammepomusস্থানীয়
জাত পুঁটিPool barbPuntius sophoreস্থানীয়
ভাঙ্গনBoga labeoLabeo bogaস্থানীয়
ভোলTrout barbRaiamas bolaস্থানীয়
কুলি/ভূত বেলেDusky sleeperEleotris fuscaস্থানীয়
বালিচাটাMottled loachAcanthocobitis botiaস্থানীয়
বোয়ালWallagoWallago attuস্থানীয়
বোরগুনিJarbua teraponTerapon jarbuaস্থানীয়
বাংলা রাণীBengal loachBotia darioস্থানীয়
বৌমাছ/রানিHora loachBotia dayiঅনিষ্পত্তিকৃত
মোরারীCarpletAspidoparia morarস্থানীয়
ছোট শিংঘীIndian torrent catfishAmblyceps mangoisস্থানীয়
গাঙ্গেয় জাংলাGagata gagataস্থানীয়
ইউসুফের জাংলাGagata youssoufiস্থানীয়
চন্দনা ইলিশToli shadTenualosa toliস্থানীয়
গণি চাপিলাGanges River Gizzard ShadGonialosa manminaস্থানীয়
দেশি সুইয়াIndian River ShadGudusia chapraস্থানীয়
চেবলিGiant DanioDevario aequipinnatusস্থানীয়
চেকাSquarehead CatfishChaca chacaস্থানীয়
চেলাSilver razorbelly minnowSalmostoma acinacesঅনিষ্পত্তিকৃত
দেশি লাউবুছাIndian Glass BarbChela laubucaস্থানীয়
চেওয়াPseudapocryptes elongatusস্থানীয়
দেশি চিতলClown KnifefishChitala chitalaস্থানীয়
ফলিBronze featherbackNotopterus notopterusস্থানীয়
চুনা খইলশাHoney gouramiTrichogaster chunaস্থানীয়
চুনো বেলেGobiopterus chunoস্থানীয়
পাতি কার্পুCommon carpCyprinus carpio carpiointroduced
ডাহুকBoddart's goggle-eyed gobyBoleophthalmus boddartiস্থানীয়
হাঁটুনি দারাকWalking gobyScartelaos histophorusস্থানীয়
বিজয়া দারিSchistura scaturiginaস্থানীয়
দেশি দাড়কিনাFlying barbEsomus danricusস্থানীয়
পাতি ডারকিনাSlender rasboraRasbora daniconiusস্থানীয়
দারকিনাGangetic scissortail rasboraRasbora rasboraস্থানীয়
ঢাল মাগুরGlyptothorax telchittaস্থানীয়
এক থৌতাWrestling halfbeakDermogenys pusillaঅনিষ্পত্তিকৃত
গেছুয়াChanna gachuaস্থানীয়
তেলোটাকিWalking snakeheadChanna orientalisস্থানীয়
গাং ঘাঘড়াGagora catfishArius gagoraস্থানীয়
গাং মাগুরGray eel-catfishPlotosus caniusস্থানীয়
গাং টেংরাGagata ceniaস্থানীয়
কাবাশী টেংরা Gogangra viridescensস্থানীয়
কোশী টেংরাNangra nangraস্থানীয়
গুলসা/গুলসা-টেংরা/কাবাশি টেংরাGangetic mystusMystus cavasiusস্থানীয়
ঘর পোয়াSucker headGarra gotyla gotylaস্থানীয়
ঘনিয়াBoggut labeoLabeo boggutস্থানীয়
ঘর পোয়াGarra annandaleiintroduced
ঘোড়া চেলাSecuricula goraস্থানীয়
ঘোড়া মাছLabeo dyocheilusস্থানীয়
গিলি পুঁটিGolden barbPuntius geliusস্থানীয়
বেলেApocryptes batoস্থানীয়
গোটি পোয়াLargescale archerfishToxotes chatareusস্থানীয়
গজারGreat snakeheadChanna maruliusস্থানীয়
গ্রাস কার্পGrass carpCtenopharyngodon idellaintroduced
গুরা টেঙ্গরাChandramara chandramaraস্থানীয়
গুতুমAnnandale loachLepidocephalichthys annandaleiস্থানীয়
গুতুমGuntea loachLepidocephalichthys gunteaস্থানীয়
ছোট মাছChela cachiusস্থানীয়
ইলিশHilsa shadTenualosa ilishaস্থানীয়
ছোট পিয়ালীJayaAspidoparia jayaস্থানীয়
কাচকিGanges river spratCorica sobornaস্থানীয়
কাচকিYellowtail mulletSicamugil cascasiaস্থানীয়
কাজুলিGangetic ailiaAilia coilaস্থানীয়
কাজুলিJamuna ailiaAiliichthys punctataস্থানীয়
কাকিলাFreshwater garfishXenentodon cancilaস্থানীয়
কালিবাউশOrange-fin labeoLabeo calbasuস্থানীয়
কাচোন পুঁটিRosy barbPuntius conchoniusস্থানীয়
কানি পাবদাButter catfishOmpok bimaculatusস্থানীয়
কানি টেংরাGlyptothorax caviaস্থানীয়
কানি টেংরাPainted catfishPseudolaguvia ribeiroiস্থানীয়
কানি টেংরাPseudolaguvia shawiস্থানীয়
করাতি হাঙরKnifetooth sawfishAnoxypristis cuspidataস্থানীয়
কাঁঠাল পাতাPan soleBrachirus panস্থানীয়
কাতলCatlaCatla catlaস্থানীয়
কেটিOsteobrama cotio cotioস্থানীয়
খৌলশা/ খলশেBanded gouramiColisa fasciataস্থানীয়
গরইBanded gouramiColisa fasciataস্থানীয়
খাকসাBarilius barnaস্থানীয়
খারুRice-paddy eelPisodonophis boroস্থানীয়
খোরসুলাCorsulaRhinomugil corsulaস্থানীয়
কইClimbing perchAnabas testudineusস্থানীয়
কৈরকাSchistura coricaস্থানীয়
কোইটুরCoitor croakerJohnius coitorস্থানীয়
ককসাBarilius shacraস্থানীয়
কোসুয়াটিOreichthys cosuatisস্থানীয়
কুঁচে, কুচিয়া, কুইচ্চাSwamp eelMonopterus cuchiaস্থানীয়
কুলিDuckbill sleeperButis butisস্থানীয়
কুমিরের খিলDeocata pipefishMicrophis deocataস্থানীয়
কুরসাKalabansSinilabeo deroস্থানীয়
কুটি কানটিConta catfishErethistes pusillusস্থানীয়
কুটি কানটিস্থানীয়
লাল খোলিশা/ খলশেDwarf gouramiColisa laliaস্থানীয়
লম্বা চাঁদাElongate glass-perchletChanda namaস্থানীয়
মধু পাবদাPabdah catfishOmpok pabdaস্থানীয়
মাগুরAfrican catfish / North African catfishClarias gariepinusintroduced
পোনা মাছCrossocheilus latiusস্থানীয়
মলা পুঁটিGlass-barbPuntius guganioস্থানীয়
মলাMola CarpletAmblypharyngodon microlepisস্থানীয়
মৃগেলMrigalCirrhinus cirrhosusস্থানীয়
মুরি বাচাEutropiichthys muriusস্থানীয়
মুরিবাচাGarua BachchaClupisoma garuaস্থানীয়
নানডিলLabeo nandinaস্থানীয়
নাপতে কইBadisBadis badisস্থানীয়
নেফটেনিFrail gouramiCtenops nobilisস্থানীয়
নাইলোটিকাNile tilapiaOreochromis niloticus niloticusintroduced
নদয়Gangetic leaffishNandus nandusস্থানীয়
নুনা বেলেBrachygobius nunusস্থানীয়
নুনা টেংরাLong whiskers catfishMystus gulioস্থানীয়
Danio dangilaস্থানীয়
পাবদাPabo catfishOmpok paboস্থানীয়
পাঙ্গাJava loachPangio oblongaস্থানীয়
পাঙ্গাশYellowtail catfishPangasius pangasiusস্থানীয়
পনকাল বাইম / পাঁকাল বামBarred spiny eelMacrognathus pancalusস্থানীয়
পাথর চাটাBarilius tileoস্থানীয়
ফাশা/ ফ্যাঁসাGangetic hairfin anchovySetipinna phasaঅনিষ্পত্তিকৃত
ফোপা চান্দা/ ফোঁপা চাঁদাHimalayan glassy perchletPseudambassis baculisস্থানীয়
ফুটনি পুঁটিSpottedsail barbPuntius phutunioস্থানীয়
পোয়াPama croakerOtolithoides pamaস্থানীয়
পটকাGreen pufferfishTetraodon fluviatilisস্থানীয়
বেলেGiant mudskipperPeriophthalmodon schlosseriস্থানীয়
পুয়াBurmese loachLepidocephalichthys berdmoreiস্থানীয়
পুঁটিSwamp barbPuntius cholaস্থানীয়
পুঁটিPuntio barbPuntius puntioস্থানীয়
মহাশোলGolden mahseerTor putitoraস্থানীয়
মহাশোলTor Torস্থানীয়
রাজ পুঁটিJava barbBarbonymus gonionotusintroduced
রাঙ্গা চান্দা / রাঙা চাঁদাIndian glassy fishParambassis rangaস্থানীয়
রাটা বউরাPurple spaghetti-eelMoringua raitaboruaস্থানীয়
রিটাRitaRita ritaস্থানীয়
Eutropiichthys vachaস্থানীয়
Eutropiichthys vachaস্থানীয়
রুইRuhiLabeo rohitaস্থানীয়
শঙ্কর / শাপলা পাতাPale-edged stingrayDasyatis zugeiস্থানীয়
শভন খোরকাSchistura savonaস্থানীয়
সাদা ঘনিয়াKuria labeoLabeo goniusস্থানীয়
শানকাচিBanded eagle rayAetomylaeus nichofiiস্থানীয়
শিলঙ্গSilond catfishSilonia silondiaস্থানীয়
শিঙ্গঘি / শিঙিStinging catfishHeteropneustes fossilisস্থানীয়
শোলSnakehead murrelChanna striataস্থানীয়
সরপুঁটিOlive barbPuntius saranaস্থানীয়
সিলভার কার্পSilver carpHypophthalmichthys molitrixকৃত্রিম প্রজনন
কুইচাLongfin snake-eelPisodonophis cancrivorusস্থানীয়
ছোট মাগুরMystus tengaraস্থানীয়
শুনকুশDwarf whiprayHimantura walgaঅনিষ্পত্তিকৃত
টাকিSpotted snakeheadChanna punctataস্থানীয়
তপসে/ তপস্বীMango Fish / CichlidSarotherodon melanotheron heudelotiiস্থানীয়
তারা বাইমLesser spiny eelMacrognathus aculeatusস্থানীয়
টেংরাBatasio batasio, Mystus tengaraস্থানীয়
ট্যাঁপাOcellated pufferfishTetraodon cutcutiaস্থানীয়
টেরা পুঁনটিOnespot barbPuntius terioস্থানীয়
টিয়াশোলBarca snakeheadChanna barcaস্থানীয়
তেলাপিয়াMozambique tilapiaOreochromis mossambicusintroduced
তিত পুঁটিTicto barbPuntius tictoস্থানীয়
নদী পাথুরে তিতারীRiver stone carpPsilorhynchus sucatioস্থানীয়
লাল-পাখনা মহাশোলTor mahseerTor torস্থানীয়
উটিChaguniChagunius chagunioস্থানীয়
লাক্ষ্যা Fourfinger threadfin Eleutheronema tetradactylum স্থানীয়

তথ্যসূত্র

  1. "বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২"বাংলাদেশ আইন মন্ত্রণালয় (Bengali ভাষায়)। ঢাকা: http://bdlaws.minlaw.gov.bd। ১০ জুলাই ২০১২। পৃষ্ঠা ১১৮৪১৫-১১৮৪৩৮। সংগ্রহের তারিখ ২০১৬-১২-১৭ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯৯-১১৮৫০২ এবং ১১৮৫১৩-১১৮৫১৫
  3. আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার, সম্পাদকগণ (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা XXV। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.