বাংলাদেশের প্রধান বিচারপতিবৃন্দের তালিকা
প্রধান বিচারপতি বাংলাদেশের একটি অন্যতম সাংবিধানিক পদ এবং দেশের সংকটজনক মূহূর্তে দেশের প্রধান নির্বাহী হিসাবে তিনি ক্ষেত্রবিশেষে দায়িত্ব পালন করে থাকেন।তিনি তার যোগদানের তারিখ থেকে ৫ বছর দায়িত্ব পালন করেন।
নিয়োগ প্রক্রিয়া
বাংলাদশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন’; এবং সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করে থাকেন।[1] আর, সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি হিসাবে দায়িত্বে থাকা যায়।[2]
প্রধান বিচারপতিবৃন্দ
ক্রমিক নং | প্রতিকৃতি | নিয়োগের তারিখ | অবসরগ্রহণের তারিখ | |
---|---|---|---|---|
১ | আবু সাদাত মোহাম্মদ সায়েম | ১৬ ডিসেম্বর ১৯৭২ | ৫ নভেম্বর ১৯৭৫ | |
২ | সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন | ১৮ নভেম্বর ১৯৭৫ | ৩১ জানুয়ারি ১৯৭৮ | |
৩ | কামালউদ্দিন হোসেন | ১ ফেব্রুয়ারি ১৯৭৮ | ১১ এপ্রিল ১৯৮২ | |
৪ | ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম | ১২ এপ্রিল ১৯৮২ | ৩০ নভেম্বর ১৯৮৯ | |
৫ | বদরুল হায়দার চৌধুরী | ১ ডিসেম্বর ১৯৮৯ | ৩১ ডিসেম্বর ১৯৮৯ | |
৬ | শাহাবুদ্দিন আহমেদ | ১ জানুয়ারি ১৯৯০ | ৩১ জানুয়ারি ১৯৯৫ | |
৭ | মুহাম্মদ হাবিবুর রহমান | ১ ফেব্রুয়ারি ১৯৯৫ | ৩০ এপ্রিল ১৯৯৫ | |
৮ | এ. টি. এম. আফজাল | ১ মে ১৯৯৫ | ৩১ মে ১৯৯৯ | |
৯ | মোস্তফা কামাল | ১ জুন ১৯৯৯ | ৩১ ডিসেম্বর ১৯৯৯ | |
১০ | লতিফুর রহমান | ১ জানুয়ারি ২০০০ | ২৮ ফেব্রুয়ারি ২০০১ | |
১১ | মাহমুদুল আমিন চৌধুরী | ১ মার্চ ২০০১ | ১৭ জুন ২০০২ | |
১২ | মাইনুর রেজা চৌধুরী | ১৮ জুন ২০০২ | ২২ জুন ২০০৩ | |
১৩ | কে. এম. হাসান | ২৩ জুন ২০০৩ | ২ জানুয়ারি ২০০৪ | |
১৪ | সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন | ২৭ জানুয়ারি ২০০৪ | ২৮ ফেব্রুয়ারি ২০০৭ | |
১৫ | মোঃ রুহুল আমিন | ১ মার্চ ২০০৭ | ৩১ মে ২০০৮ | |
১৬ | এম. এম. রুহুল আমিন | ১ জুন ২০০৮ | ২২ ডিসেম্বর ২০০৯ | |
১৭ | মোঃ তাফাজ্জাল ইসলাম | ২৩ ডিসেম্বর ২০০৯ | ৭ ফেব্রুয়ারি ২০১০ | |
১৮ | মোহাম্মদ ফজলুল করীম | ৮ ফেব্রুয়ারি ২০১০ | ২৯ সেপ্টেম্বর ২০১০ | |
১৯ | এ. বি. এম. খায়রুল হক | ৩০ সেপ্টেম্বর ২০১০ | ১৭ মে ২০১১ | |
২০ | মোঃ মোজাম্মেল হোসেন | ১৮ মে ২০১১ | ১৬ জানুয়ারি ২০১৫ | |
২১ | সুরেন্দ্র কুমার সিনহা | ১৭ জানুয়ারি ২০১৫ | ১১ নভেম্বর ২০১৭ (পদত্যাগ) | |
২১ | মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা (ভারপ্রাপ্ত) |
১২ নভেম্বর ২০১৭ | ২ ফেব্রুয়ারি ২০১৮ (পদত্যাগ) | |
২২ | সৈয়দ মাহমুদ হোসেন | ৩ ফেব্রুয়ারি ২০১৮ | ৩০ ডিসেম্বর ২০২১ | |
২৩ | হাসান ফয়েজ সিদ্দিকী | ৩১ ডিসেম্বর ২০২১ | অদ্যাবধি[3] |
আরও দেখুন
তথ্যসূত্র
- "নতুন প্রধান বিচারপতি নিয়োগ"। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫।
- "নয়া প্রধান বিচারপতি নিয়োগ বিধি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫।
- প্রতিবেদক, নিজস্ব। "নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১।
বহি:সংযোগ
- বাংলাদেশের প্রধান বিচারপতি - বাংলাপিডিয়া হতে প্রাপ্ত নিবন্ধ।
- বাংলাদেশের প্রধান বিচারপতি যেভাবে নির্বাচন করা হয়।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.