বাংলাদেশের টেলিভিশন কেন্দ্রের তালিকা
বাংলাদেশে সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৬৪ সালে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন, যা সূচনালগ্নে পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নামে পরিচিত ছিল, প্রথম সম্প্রচারিত হয়। ১৯৬৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিটিভি একচেটিয়া ভাবে দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে সম্প্রচার করে। বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা ৪৫টি,[1] এর মধ্যে সম্প্রচার রয়েছে ৩৫টি।[2]
তালিকা
রাষ্ট্রীয়
নাম | স্থাপিত |
---|---|
বাংলাদেশ টেলিভিশন | ২৫ ডিসেম্বর ১৯৬৪ |
বিটিভি চট্টগ্রাম | ১৯ ডিসেম্বর ১৯৯৬ |
বিটিভি ওয়ার্ল্ড | ১১ এপ্রিল ২০০৪ |
সংসদ বাংলাদেশ টেলিভিশন | ২৫ জানুয়ারি ২০১১ |
বেসরকারি
নাম | ভাষা | ধরন | স্থাপিত |
---|---|---|---|
এটিএন বাংলা | বাংলা | বিনোদন | ১৫ জুলাই ১৯৯৭ |
চ্যানেল আই | ০১ অক্টোবর ১৯৯৯ | ||
একুশে টেলিভিশন | ১৪ এপ্রিল ২০০০ | ||
এনটিভি | ০৩ জুলাই ২০০৩ | ||
আরটিভি | ২৬ ডিসেম্বর ২০০৫ | ||
বৈশাখী টিভি | ২৭ ডিসেম্বর ২০০৫ | ||
বাংলাভিশন | ৩১ মার্চ ২০০৬ | ||
দেশ টিভি | ২৬ মার্চ ২০০৯ | ||
মাই টিভি | ১৫ এপ্রিল ২০১০ | ||
এটিএন নিউজ | সংবাদ | ০৭ জুন ২০১০ | |
মোহনা টেলিভিশন | বিনোদন | ১১ নভেম্বর ২০১০ | |
সময় টিভি | সংবাদ | ১৭ এপ্রিল ২০১১ | |
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন | ২৮ জুলাই ২০১১ | ||
মাছরাঙ্গা টিভি | বিনোদন | ৩০ জুলাই ২০১১ | |
চ্যানেল নাইন | ৩০ জানুয়ারি ২০১২ | ||
চ্যানেল টুয়েন্টিফোর | সংবাদ | ২৪ মে ২০১২ | |
জিটিভি | বিনোদন | ১২ জুন ২০১২ | |
একাত্তর টিভি | সংবাদ | ২১ জুন ২০১২ | |
এশিয়ান টিভি | বিনোদন | ১৮ জানুয়ারি ২০১৩ | |
এসএ টিভি | ১৯ জানুয়ারি ২০১৩ | ||
বিজয় টিভি | ৩১ মে ২০১৩ | ||
গান বাংলা | গান | ১৬ ডিসেম্বর ২০১৩ | |
যমুনা টিভি | সংবাদ | ৫ এপ্রিল ২০১৪ | |
দীপ্ত টিভি | বিনোদন | ১৮ নভেম্বর ২০১৫ | |
নিউজ টুয়েন্টি ফোর | সংবাদ | ২৮ জুলাই ২০১৬ | |
ডিবিসি নিউজ | ২১ সেপ্টেম্বর ২০১৬ | ||
বাংলা টিভি | বিনোদন | ১৯ মে ২০১৭ | |
দুরন্ত টিভি | শিশুতোষ | ৫ অক্টোবর ২০১৭ | |
নাগরিক টিভি | বিনোদন | ১ মার্চ ২০১৮ | |
আনন্দ টিভি | ১১ মার্চ ২০১৮ | ||
টি স্পোর্টস | খেলা | ৯ নভেম্বর ২০২০ | |
নেক্সাস টেলিভিশন | নন ফিকশন | ৩০ জুলাই ২০২১ | |
এখন টিভি | বাণিজ্য | ৯ জুন ২০২২ | |
গ্লোবাল টেলিভিশন | বিনোদন | ৩০ জুন ২০২২ | |
গ্রিন টিভি | বিনোদন | আসছে... |
বন্ধ
নাম | ভাষা | ধরন | স্থাপিত | স্থগিত | প্রধান কার্যালয় |
---|---|---|---|---|---|
সিএসবি নিউজ | বাংলা | সংবাদ | ২৪ মার্চ, ২০০৭ | ৬ সেপ্টেম্বর, ২০০৭ | পুরানা পল্টন, ঢাকা |
দিগন্ত টেলিভিশন | বাংলা | বিনোদন | ২৮ অগাস্ট, ২০০৮ | ৬ মে, ২০১৩ | পুরানা পল্টন, ঢাকা |
চ্যানেল ওয়ান | বাংলা | বিনোদন | ২৪ জানুয়ারি, ২০০৬ | ২৭ এপ্রিল, ২০১০ | গুলশান, ঢাকা |
ইসলামিক টিভি | বাংলা | ধর্মীয় | এপ্রিল ২০০৭ | ৬ মে, ২০১৩ | হাতিরপুল, ঢাকা |
চ্যানেল সিক্সটিন | বাংলা | গান | ১৬ ডিসেম্বর ২০১১ | ২ ডিসেম্বর ২০১৪ | ঢাকা |
তথ্যসূত্র
- "দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৪টি"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।
- "তালিকা ধরে চ্যানেল দেখানোর নির্দেশনা ক্যাবল অপারেটরদের"। banglanews24.com। ২০২১-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.