বাংলাদেশের গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহের তালিকা
১৯৫৯ সালের জাতীয় শিক্ষা কমিশনের নির্দেশনা অনুসারে তৎকালীন সরকার পূর্ব পাকিস্তানের ১৬টি[1] জেলা সদরে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা সিদ্ধান্ত গ্রহণ করে[2] এবং ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএইড-এর আর্থিক ও কারিগরী সহায়তায় ১৯৬৫ হতে ১৯৬৭ সালের মধ্যে এই কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহ স্থাপিত হয়।[3] ১২ মে ২০১৬ ইং তারিখে এ এই সকল কমার্শিয়াল ইনস্টিটিউট কে সাধারণ কলেজে রূপান্তর করে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমোদন দিয়ে স্ব-স্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। এর ফলে কমার্শিয়াল ইনস্টিটিউটসমূহের নামে পরিবর্তন এনে ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়।
কমার্শিয়াল ইনস্টিটিউটসসমূহের তালিকা
কমার্শিয়াল ইনস্টিটিউটের নাম | বর্তমান নাম | ঠিকানা | প্রতিষ্ঠা | পর্যায় | কমার্শিয়াল ইনস্টিটিউটের ওয়েবসাইট |
---|---|---|---|---|---|
কুমিল্লা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | কুমিল্লা সরকারি সিটি কলেজ, কুমিল্লা | কুমিল্লা | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
কুষ্টিয়া গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | কুষ্টিয়া সরকারি সিটি কলেজ, কুষ্টিয়া | কুষ্টিয়া | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
খুলনা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | সরকারি জয়বাংলা কলেজ, খুলনা | খুলনা | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
চট্টগ্রাম গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম | বাকলিয়া, চট্টগ্রাম | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
ঢাকা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা | সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | ওয়েবসাইট |
দিনাজপুর গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | দিনাজপুর সরকারি সিটি কলেজ, দিনাজপুর | দিনাজপুর | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | ওয়েবসাইট |
পাবনা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | পাবনা সরকারি কলেজ, পাবনা | পাবনা | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
ফরিদপুর গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | ফরিদপুর সরকারি কলেজ | ফরিদপুর | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
ফেনী গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | মহিপাল সরকারি কলেজ, ফেনী | সার্কিট হাউজ রোড, মহিপাল, ফেনী | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | ওয়েবসাইট |
বগুড়া গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | বগুড়া সরকারি কলেজ, বগুড়া | বগুড়া | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
বরিশাল গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | আলেকান্দা সরকারি কলেজ, বরিশাল | বরিশাল | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | ওয়েবসাইট |
ময়মনসিংহ গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | ময়মনসিংহ সরকারি কলেজ, ময়মনসিংহ | ময়মনসিংহ | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
যশোর গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | যশোর সরকারি কলেজ, যশোর | যশোর | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
রংপুর গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর | রংপুর | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
রাজশাহী গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী | রাজশাহী | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | |
সিলেট গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট | শাহ্পরান সরকারি কলেজ, সিলেট | টেকনিক্যাল রোড, খোজারখোলা, সিলেট | ১৯৬৬ | একাদশ-দ্বাদশ | ওয়েবসাইট |
তথ্যসূত্র
- "১৬ কমার্শিয়াল কলেজের ২০ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ থেকে বঞ্চিত"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৫।
- বিলুপ্তির পথে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউট
- যুগোপযোগী হচ্ছে সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.