বাঁকুড়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক
বাঁকুড়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বাঁকুড়া সদর মহকুমার অন্তর্গত একটি প্রশাসনিক বিভাগ। এই ব্লকটি বাঁকুড়া থানার অন্তর্গত। এই ব্লকের সদর দফতর কাসিয়াকোলে অবস্থিত।[1][2]
বাঁকুড়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
বাঁকুড়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক | |
স্থানাঙ্ক: ২৩.২৫৫২৮০০° উত্তর ৮৭.০৯৪০০০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
আয়তন | |
• মোট | ২৫২.৩০ বর্গকিমি (৯৭.৪১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,২৩,৩৭৪ |
• জনঘনত্ব | ৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া, বিষ্ণুপুর |
বিধানসভা কেন্দ্র | বাঁকুড়া, ওন্দা |
ওয়েবসাইট | bankura |
ভূগোল
বাঁকুড়া ২ ব্লকের বিকনা পঞ্চায়েতটি ২৩°১৫′১৯″ উত্তর ৮৭°০৫′৩৮″ পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। এই ব্লকটির আয়তন ২৫২.৩০ বর্গকিলোমিটার।[2]
গ্রাম পঞ্চায়েত
বাঁকুড়া ২ ব্লক/ পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলি হল: বিকনা, জুনবেদিয়া, কোষ্টিয়া, মানকানালি, নাড়া, পুরন্দরপুর ও সুনবান্দা।[3]
জনপরিসংখ্যান
২০০১ সালের জনগণনা অনুসারে, বাঁকুড়া ২ ব্লকের সামগ্রিক জনসংখ্যা ১২৩,২৭৪। এর মধ্যে ৬৩,৩০৬ জন পুরুষ ও ৬০,০৬৮ জন নারী। ১৯৯১-২০০১ দশকে এই ব্লকের জনসংখ্যা বৃদ্ধির হার ১৩.৪৯%। উল্লেখ্য, উক্ত দশকে জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৫.১৫%২৩°১৫′১৯″ উত্তর ৮৭°০৫′৩৮″ পূর্ব[2] এবং রাজ্যে এই বৃদ্ধির হার ছিল ১৭.৮৪%।[4]
তথ্যসূত্র
- "Contact details of Block Development Officers"। Bankura district। West Bengal Government। ২০১১-০৯-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- "Provisional population totals, West Bengal, Table 4, Bankura District"। Census of India 2001। Census Commission of India। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- "BRGF Allotment Order No. 16" (পিডিএফ)। Bankura district। Government of West Bengal - Department of Panchayats & Rural Development। ২০১১-০৯-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১।
- "Provisional Population Totals, West Bengal. Table 4"। Census of India 2001। Census Commission of India। সংগ্রহের তারিখ ২০১১-০৩-২০।
বহিঃসংযোগ
- উইকিভ্রমণ থেকে বাঁকুড়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক ভ্রমণ নির্দেশিকা পড়ুন।