বস্তির রানী সুরিয়া
বস্তির রানী সুরিয়া হচ্ছে ২০০৪ সালের একটি বাংলাদেশী অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন মনতাজুর রহমান আকবর এবং কাহিনী ও প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাদিকা পারভিন পপি, ডিপজল ও মিশা সওদাগর।[1] ২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[2] তবে ছবিটি বক্সঅফিসে ব্যবস্যাসফল হয়।
বস্তির রানী সুরিয়া | |
---|---|
![]() বস্তির রানী সুরিয়া চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মনোয়ার হোসেন ডিপজল |
রচয়িতা | যোশেফ শতাব্দী (সংলাপ) |
চিত্রনাট্যকার | মনতাজুর রহমান আকবর |
কাহিনিকার | মনোয়ার হোসেন ডিপজল |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
চিত্রগ্রাহক | লাল মোহাম্মদ |
সম্পাদক | আমজাদ হোসেন |
পরিবেশক | পপি ফিল্মস |
মুক্তি | ১৫ নভেম্বর ২০০৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳৮০ লাখ |
কাহিনী সংক্ষেপ
গ্রামের এক মোড়লের লম্পট ছেলের দ্বারা তরুণী বয়সেই ধর্ষিতা হয় সুরিয়া (পপি)। সাথে সাথে সেই ছেলেটিকে আখ দিয়ে খুন করে শহরের এক বস্তির সর্দারনী হয়ে যায় সে। যেখানেই নারী নির্যাতন সেখানেই সে ঝাপিয়ে পড়ে।
অভিনয়শিল্পী
- শাকিব খান - মিশকাতুর রহমান
- পপি - সুরিয়া
- ডিপজল - ইকবাল তারাশী
- মেহেদী
- ইলিয়াস কোবরা
- চিতা
- ববি
- শাহনাজ
- মিশা সওদাগর - রাজা
- গাংগুয়া
- রাশেদা চৌধুরী
- আফজাল শরীফ - টেংরা
- ঝুমকা
- সিরাজ হায়দার
- সোহরাব
পর্যালোচনা
২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[2]
তথ্যসূত্র
- "পপির একশন মুভি// বস্তির রানি সুরাইয়া//"। YouTube। সংগ্রহের তারিখ 27-02-2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "স্থায়ীভাবে বাতিলকৃত চলচ্চিত্রসমূহ"। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংগ্রহের তারিখ 24-04-2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে বস্তির রানী সুরিয়া
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বস্তির রানী সুরিয়া (ইংরেজি)