বশির আহমেদ (বাংলাদেশী ক্রীড়াবিদ)

বশির আহমেদ (জন্ম: ১৯৪১) হলেন একজন প্রাক্তন বাংলাদেশী ক্রীড়াবিদ।[1]

বশির আহমেদ
জন্ম১৯৪১
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাক্রীড়াবিদ

প্রারম্ভিক জীবন

বশির ১৯৪১ সালের ১ জানুয়ারি তারিখে ঢাকার মাহুত-তুলি এলাকায় জন্মগ্রহণ করেছেন। তবে তিনি জানিয়েছেন এ জন্মতারিখ সঠিক নয়। তাঁর জন্ম জৈষ্ঠ্য মাসের মাঝামাঝিতে। [1] তিনি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় হতে পড়াশোনা করেছেন।[1] ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তিনি হকি, ফুটবল, অ্যাথলেটিকস এবং ক্রিকেট খেলায় নিজেকে সংযুক্ত করেছিলেন।

পেশা

বশির বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। তিনি হকি খেলার আন্তর্জাতিক পর্যায়ে রেফারির দায়িত্ব পালন করার পাশাপাশি ঘরোয়া ফুটবলেও রেফারির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারি কমিটির চেয়ারম্যান ছিলেন।[1] ১৯৯২ সাল হতে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ অলিম্পিক সংস্থার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫৯ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের লোকাল প্রিন্সিপাল অফিসে ক্লার্ক হিসেবে যোগদান করেন। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান বর্তমানে সোনালী ব্যাংক। এ ব্যাংক থেকেই ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরগ্রহণ করেন।

পুরস্কার

  • ১৯৬৬: ইস্ট পাকিস্তান স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন – সেরা ক্রীড়াবিদ পুরস্কার
  • ১৯৮০: জাতীয় ক্রীড়া পুরস্কার
  • ২০১৬: স্টার লাইফটাইম পুরস্কার
  • গ্রামীণফোন-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার

তথ্যসূত্র

  1. "Bashir Ahmed" (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ৫, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.