বরেন্দ্রী উপভাষা
বরেন্দ্রী উপভাষা হলো বাংলাদেশ এবং ভারতের পদ্মা ও মহানন্দা উপত্যকা অঞ্চল জুড়ে বসবাসকারী মানুষদের ব্যবহৃত বাংলা ভাষার একটি উপভাষা। এই উপভাষার একটি বিশেষ সুর আছে। যার কারণে উপভাষাটি সমগ্র বঙ্গে বেশ জনপ্রিয়। [2] ঐতিহ্যবাহী গম্ভীরা গানে এই উপভাষা ব্যবহার হয়।
বরেন্দ্রী বাংলা | |
---|---|
রাজশাহী | |
![]() | |
দেশোদ্ভব | বাংলাদেশ, ভারত |
অঞ্চল | রাজশাহী বিভাগ, মালদা বিভাগ |
মাতৃভাষী | |
ইন্দো-ইউরোপীয়
| |
উপভাষাসমূহ | পূর্বী উপদল পশ্চিমী উপদল |
বাংলা বর্ণমালা | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | – |
গ্লোটোলগ | rajs1238 (Rajshahi)[1] |
বৈশিষ্ট্য
এই উপভাষায় বিশেষ এক ধরনের সুর আছে। যার কারণে এটি শুনতে বেশ মিষ্টি লাগে। তাছাড়া এই উপভাষায় স(s) এবং শ(sh) এর সুরক্ষিত উচ্চারণ নেই।
- উদাহারন#
"নদীতে পানি বেড়েছে আর খুব স্রোতও আছে" =লোদ্দিতে পানি বাইড়্যাছে আর খুব সোঁতও আছে "আমি চলে গেলাম" = হামি চইল্যা গেনু
তথ্যসূত্র
- হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Rajshahi"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- "রাজশাহীর আঞ্চলিক ভাষায় ধারাবাহিক"। ২০১৮-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৫।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.