বরেন্দ্রী উপভাষা

বরেন্দ্রী উপভাষা হলো বাংলাদেশ এবং ভারতের পদ্মামহানন্দা উপত্যকা অঞ্চল জুড়ে বসবাসকারী মানুষদের ব্যবহৃত বাংলা ভাষার একটি উপভাষা। এই উপভাষার একটি বিশেষ সুর আছে। যার কারণে উপভাষাটি সমগ্র বঙ্গে বেশ জনপ্রিয়। [2] ঐতিহ্যবাহী গম্ভীরা গানে এই উপভাষা ব্যবহার হয়।

বরেন্দ্রী বাংলা
রাজশাহী
দেশোদ্ভববাংলাদেশ, ভারত
অঞ্চলরাজশাহী বিভাগ, মালদা বিভাগ
মাতৃভাষী

উপভাষাসমূহপূর্বী উপদল
পশ্চিমী উপদল
বাংলা বর্ণমালা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
গ্লোটোলগrajs1238  (Rajshahi)[1]

বৈশিষ্ট্য

এই উপভাষায় বিশেষ এক ধরনের সুর আছে। যার কারণে এটি শুনতে বেশ মিষ্টি লাগে। তাছাড়া এই উপভাষায় স(s) এবং শ(sh) এর সুরক্ষিত উচ্চারণ নেই।

  1. উদাহারন#

"নদীতে পানি বেড়েছে আর খুব স্রোতও আছে" =লোদ্দিতে পানি বাইড়্যাছে আর খুব সোঁতও আছে "আমি চলে গেলাম" = হামি চইল্যা গেনু

আরো দেখুন

তথ্যসূত্র

  1. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "Rajshahi"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
  2. "রাজশাহীর আঞ্চলিক ভাষায় ধারাবাহিক"। ২০১৮-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.