বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় বালিকা বিদ্যালয়।[1][2] বরিশাল শহরে অবস্থিত এ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রভাতী ও দিবা - দুটি শাখায় তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রীদের পাঠদান করা হয়। ২০১২ - ২০১৪ সালে বরিশাল বোর্ডের দ্বিতীয় সেরা বিদ্যালয় হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার লাভ করে। [3]

বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়
ঠিকানা
কবি জীবনানন্দ দাশ রোড (পূর্ব বগুড়া রোড)


,
৮২০০
তথ্য
ধরনসরকারি
নীতিবাক্যশিক্ষাই আলো
প্রতিষ্ঠাকাল১৯২৩ (1923)
বিদ্যালয় বোর্ডবরিশাল শিক্ষা বোর্ড
প্রধান শিক্ষিকামাহবুবা হোসেন
শিক্ষকমণ্ডলী৫৩
শ্রেণীতৃতীয় - দশম
লিঙ্গমেয়ে
ভাষাবাংলা
ক্যাম্পাসশহুরে পরিবেশ
রং        
ক্রীড়াহ্যান্ডবল, ব্যাডমিন্টন
ডাকনামসদর গার্লস
ওয়েবসাইটwww.bgghs.edu.bd

ইতিহাস

১৯২৩ সালে বরিশাল শহরে নারীদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬১ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।[4]

ভর্তি প্রক্রিয়া

প্রতিবছর ডিসেম্বর মাসের শেষে ভর্তি পরীক্ষার মাধ্যমে তৃতীয় শ্রেণিতে প্রভাতী ও দিবা শাখায় ছাত্রীদের ভর্তি করা হয়।

শিক্ষা-সহায়ক কার্যক্রম

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা [5]
  • বিতর্ক ক্লাব
  • সাংস্কৃতিক সংগঠন
  • গার্লস গাইড

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

  • জেবুন্নেসা আফরোজ, সাংসদ, বরিশাল-৫ আসন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সরকারি স্কুল এখনো সেরা"। দৈনিক কালের কন্ঠ। ৩১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫
  2. "সেরাদের 'সেরা' সদর গার্লস"। ২৯ ডিসেম্বর ২০১৩। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫
  3. "শীর্ষে বরিশাল ক্যাডেট কলেজ"। এন টিভি। ৩০ মে ২০১৫। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫
  4. "Barisal Govt. Girls' High School"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫
  5. "বরিশাল সদর গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা"। আমাদের বরিশাল। ৩১ জানুয়ারি ২০১৫। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.