বরাকর নদী
বরাকর নদীটি ঝাড়খন্ড এর হাজারিবাগ জেলার কাছে পদ্মা এলাকায় উৎপন্ন হয়েছে। এরপর এটি ছোটনাগপুর মালভূমির উত্তরভাগ দিয়ে ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গএর বীরভূম জেলা ও বর্ধমান জেলা হয়ে দিশেরগড়ের কাছে দামোদর নদে মিলিত হয়েছে। মোটের উপর পশ্চিম থেকে পূর্ববাহিনী এই নদীটির মোট আববাহিকার আয়তন ৬,১৫৯ বর্গ কিলোমিটার (২৩৭৮ বর্গমাইল)। এটি দামোদর নদ এর প্রধান উপনদী।এই নদীর প্রধান দু'টি উপনদী হল উশ্রী নদী (দক্ষিণ থেকে) ও বর্ষোতি নদী (উত্তর থেকে)। এছাড়াও আরও ১৫টি ছোট বড় উপনদীর জলে এই নদী পুষ্ট। [1][2][3]
Barakar River | |
![]() ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বারানোতে বরাকর নদী ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার বারানোতে বরাকর নদী | |
দেশ | ভারত |
---|---|
রাজ্যসমূহ | Jharkhand, West Bengal |
জেলাসমূহ | হাজারিবাগ জেলা, দেওঘর জেলা, ধানবাদ জেলা, বীরভূম জেলা, বর্ধমান জেলা |
উপনদী | |
- বাঁদিকে | Usri River |
- ডানদিকে | Barsoti River |
Landmarks | Tilaiya Dam, Maithon Dam |
উৎস | Padma, Hazaribagh |
দৈর্ঘ্য | ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) |
![]() |
তিলাই বাঁধ

বর্ধমান জেলার আসানসোলের কাছে বরাকর নদী
মাইথন বাঁধ

মাইথন বাঁধ
তথ্যসূত্র
- এককড়ি চট্টোপাধ্যায়, বর্ধমান জেলার ইতিহাস ও লোকসংস্কৃতি, প্রথম খণ্ড, র্যাডিকাল ইমপ্রেশন, আইএসবিএন ৮১-৮৫৪৫৯-৩৬-৩, পৃঃ - ২৬।
- "মাইথন বাঁধ"। সংগ্রহের তারিখ ০৪-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা: দে’জ পাবলিশিং।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.